BJP Rath Yatra LIVE Updates: 'ভোট শেষ হতে হতে মমতাও জয় শ্রীরাম বলবেন', কোচবিহারের সভায় অমিত
BJP Rath Yatra LIVE Updates: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় জয় শ্রীরাম বলা অপরাধ। কারণ এখানে বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করা হয়।’

Background
কোচবিহার ও উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে ফের বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ সকাল ১১টা নাগাদ তাঁর কোচবিহারে আসার কথা। বিজেপি সূত্রে খবর, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অমিত শাহ। রাসমেলা ময়দানে তাঁর সভা রয়েছে। তারপর কোচবিহারের রাসমেলা ময়দান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। তবে সভার আগে রাসমেলা ময়দানের আশেপাশে বেনামে ফ্লেক্স পড়েছে। তাতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল সেই প্রশ্ন তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, বেনামে ফ্লেক্স দেওয়া হলেও আসলে তা তৃণমূলের কীর্তি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
BJP Rath Yatra LIVE: 'পাঁচবছরে আমরা সোনার বাংলা বানিয়ে দেব', কোচবিহারের সভায় অমিত শাহ
কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচবছরে আমরা সোনার বাংলা বানিয়ে দেব। পাঁচবছরে বাংলা অনুপ্রবেশকারী মুক্ত হবে।’
BJP Rath Yatra LIVE: 'বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর সঙ্গে রামনবমীও হবে', কোচবিহারের সভায় অমিত শাহ
কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর সঙ্গে রামনবমীও হবে।’






















