![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
পরিণতি পেল দীর্ঘ প্রেম, শুভদৃষ্টিতে একে অপরকে দেখে কেঁদে ফেলল প্রেমিক-প্রেমিকা, ভিডিও ভাইরাল
জিয়াগঞ্জের ঋষভ দাস ওরফে আকাশ এবং রিঙ্কি সিংহ রায় গত শনিবার তাঁদের সম্পর্কের সামাজিক পরিণতি দিয়েছেন।
![পরিণতি পেল দীর্ঘ প্রেম, শুভদৃষ্টিতে একে অপরকে দেখে কেঁদে ফেলল প্রেমিক-প্রেমিকা, ভিডিও ভাইরাল Bride and Groom get married after 8 years of relationship, their crying video goes viral পরিণতি পেল দীর্ঘ প্রেম, শুভদৃষ্টিতে একে অপরকে দেখে কেঁদে ফেলল প্রেমিক-প্রেমিকা, ভিডিও ভাইরাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/23162602/Viral-Video.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুর্শিদাবাদ: দীর্ঘ ৮ বছরের প্রেম। জিয়াগঞ্জের ঋষভ দাস ওরফে আকাশ এবং রিঙ্কি সিংহ রায় গত শনিবার তাঁদের সম্পর্কের সামাজিক পরিণতি দিয়েছেন। দুই পরিবারের উপস্থিতি ও সবান্ধবে চার হাত এক হয়েছে। ঋষভ পড়াশুনা সেরেছেন জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দির থেকে। পরে মুর্শিদাবাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ এবং হলদিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে উচ্চ ও কারিগরি শিক্ষা সম্পূর্ণ করে এখন তিনি অন্নপূর্ণা ফার্মেসির মালিক। অন্যদিকে রিঙ্কি পড়াশুনা করেছেন বীজেন্দ্র সিংহ সিংহী উচ্চ বিদ্যালয় থেকে। পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি। শনিবার এই যুগলের বিয়ে সাক্ষী হয়ে থাকল এক বিরল দৃষ্টান্তের। হ্যাঁ, দৃষ্টান্তই বটে।
ছাদনাতলায় প্রেমিকাকে দেখে কেঁদে ফেললেন প্রেমিক। মালাবদলের সময় রিঙ্কিকে পিঁড়িতে তুলে দাঁড়িয়ে ছিল তাঁর পরিবার ও বন্ধু মহল। মুখ থেকে রিঙ্কি পান পাতা সরিয়ে নিতেই আর আনন্দ ধরে রাখতে পারেননি ঋষভ। তাঁর চোখে জল চলে আসে। একটা সময় রীতিমতো রিঙ্কির কোলে মাথা রেখে কাঁদতেও দেখা যায় ঋষভকে। ঋষভের কান্না দেখে চোখে জল আসে রিঙ্কিরও। এই ভিডিও তোলেন ঋষভ ও রিঙ্কির বন্ধুরা। ওদের বন্ধু কোয়েল, আশিস, সোহিনী, দীপবান, কৌশিক সহ পরিবারের আরও অনেকে এই ভিডিও ফেসবুকে পোস্ট করা মাত্রই তা দাবানলের মতো ছড়িয়ে পরে। টিকটকেও ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এছাড়াও একাধিক ফেসবুক গ্রুপে এই ভিডিও পোস্ট হওয়ার পর নবদম্পতির জন্য উপচে পড়ে আশীর্বাদ। দেখুন সেই ভিডিও -
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)