এক্সপ্লোর
Advertisement
গুজরাতের ছবি বসিরহাটের ঘটনায়, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট, বিজেপি নেত্রী নুপূর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের
কলকাতা: তেলঙ্গানার বিজেপি বিধায়ক একা নন! বিভিন্ন রাজ্যের বিজেপি নেতৃত্বের নজর এখন পশ্চিমবঙ্গ।প্রথমে হরিয়ানার বিজেপি নেত্রী বিজেতা মালিক। তারপর দিল্লির বিজেপি নেত্রী নুপূর শর্মা। বসিরহাটকাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। এর মধ্যে বিজেতা মালিক ভোজপুরি ছবির দৃশ্যকে বসিরহাটের ছবি বলে চালিয়ে দিয়েছেন। আর নুপূর শর্মা বসিরহাট প্রসঙ্গে ২০০২ সালের গুজরাত হিংসার ছবি ট্যুইট করেছেন।
এই প্রেক্ষিতে নুপূর শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। রিজেন্ট পার্ক থানায় অভিযোগটি দায়ের করেছেন রতন দে নামে জনৈক তৃণমূলকর্মী। তাঁর দাবি, ২০০২ সালের গুজরাত হিংসার ছবিকে, রাজ্যের বলে দাবি করে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি নেত্রী। এই মর্মেই গড়িয়াহাট থানাতেও নুপূর শর্মার বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের হয়েছে।
একের পর এক এসব পোস্ট নিয়ে সোমবার ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
রাজ্য বিজেপি অবশ্য ভিন রাজ্যের নেত্রীর পাশে দাঁড়াচ্ছে না। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, অন্যায় হলে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত।
নুপূর শর্মা বসিরহাটের পরিস্থিতির সমালোচনা করে, ট্যুইটারে এই ছবিটি পোস্ট করেন।
ছবিতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে!
এরসঙ্গে বিজেপি নেত্রী হ্যাশট্যাগ দেন, সেভ বেঙ্গল, সেভ হিন্দুজ!
এরপরই সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই দাবি করেন, বিজেপি নেত্রী যে ছবি পোস্ট করেছেন, সেটি বসিরহাটের নয় বরং ২০০২ সালের গুজরাত হিংসার ছবি। কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা রম্যা তো সেইসময় সংবাদপত্রে ছাপা আসল ছবিটিও ট্যুইট করে দেন।
তাঁরই দলের হরিয়ানার নেত্রী বিজেতা মালিকের পোস্ট করা ছবি নিয়েও কম বিতর্ক হয়নি। হিন্দু মহিলাদের উপর বাংলায় অত্যাচার করা হচ্ছে বলে বিজেপি নেত্রী বিজেতা একটি ছবি পোস্ট করেন।
কিন্ত, দেখা যায় আদতে ছবিটি ‘অউরত খিলোনা নাহি’ নামে ২০১৪ সালে মুক্তি পাওয়া একটি ভোজপুরী ছবির একটি দৃশ্যের অংশ।
তাৎপর্যপূর্ণ বিষয় হল যাঁদের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে তাঁরা কেউই সাধারণ মানের নেত্রী নন।
নূপুর শর্মা দিল্লি বিজেপির মুখপাত্র। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি।
বিজেতা মালিকের মিডিয়া প্রোফাইল অনুযায়ী, তিনি বিজেপির হরিয়ানার কর্মসমিতির সদস্য।
এদিকে, ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করল।
ধৃতের নাম রাতুল মণ্ডল। বাড়ি হাওড়ার দেউলডিতে। ২ দিন আগে কোলাঘাটে এক বন্ধুর বাড়িতে গিয়েই তিনি ওই পোস্ট করেন বলে অভিযোগ। যার প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তার ভিত্তিতেই সোমবার গ্রেফতার করা হয় হাওড়া জেলা আদালতের কর্মী রাতুলকে।
বসিরহাটে ফেসবুকে একটি কুরুচিকর পোস্ট ঘিরে অশান্তির সূত্রপাত হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement