Centre Letter to Chief Secretary: মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি কেন্দ্রের
সম্প্রতি রাজ্যের অনুরোধে তিনমাসের সময়সীমা বাড়ানো হয়। যা কার্যকর হওয়ার কথা ১ জুন থেকে।
![Centre Letter to Chief Secretary: মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি কেন্দ্রের Centre given letter to Chief Secretary Alapan Banerjee to start work from Delhi Centre Letter to Chief Secretary: মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি কেন্দ্রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/28/dd8be9a82f7dcac63ee893d41f3e2690_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি পাঠালো কেন্দ্র। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
কেন্দ্রের নির্দেশ, আগামী ৩১ মে সকাল ১০ দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে হবে। ক্যাবিনেট নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ বলে জানানো হয়েছে। চলতি মে মাসেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি রাজ্যের অনুরোধে তিনমাসের সময়সীমা বাড়ানো হয়। যা কার্যকর হওয়ার কথা ১ জুন থেকে। কিন্তু তার আগেই মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্র।
রাজ্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশন চেয়েছিল ৩ মাস। দিল্লির অ্যাপয়েনমেন্ট কমিটি অফ ক্যাবিনেট সেটার অনুমোদন দেয়। আজ চিঠি দিয়ে জানানো হয়েছে, তিন মাস মঞ্জুর করা হল। কিন্তু দিল্লিতে এসে কাজ করতে হবে তাঁকে। নর্থব্লকের মিনিস্ট্রি অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ে রিপোর্টিং ৩১ মে সকাল ১০টায়।
শুক্রবার তাঁর কাছে কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অ্যাপয়েনমেন্টস অফ ক্যাবিনেট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৮৭ ব্যাচের IAS অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে (পশ্চিমবঙ্গ ক্যাডার) কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি চিঠিতে রাজ্য সরকারকে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে দ্রুততার সঙ্গে রিলিজ করার অনুরোধ করা হয়েছে। ৩১ মে সকাল ১০টায় নর্থ ব্লকের মিনিস্ট্রি অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ে রিপোর্টিং করার নির্দেশ দিতে বলা হয়েছে তাঁকে।
রাজ্যের মুখ্যসচিব পদে ৩১ মে-ই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের শেষ দিন ছিল। কোনও আইএএস অফিসারের চাকরির মেয়াদ থাকে ৬০ বছর। মে মাসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ৬০ বছর বয়স হয়েছে। কিন্তু নবান্ন সূত্রে খবর, তার আগেই কেন্দ্রের কাছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিন মাসের এক্সটেনশন চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য সরকার।
রাজ্যের সেই আবেদন মেনে তাঁকে তিন মাসের এক্সটেনশন দেওয়া হলেও, রাজ্যে আর রাখা হল না পশ্চিমবঙ্গ ক্যাডারের এই IAS অফিসারকে। বদলে বর্ধিত ৩ মাস, অর্থাত্ ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে হবে দিল্লি সরকারের অধীনে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, আপাতত মুখ্যমন্ত্রীর সঙ্গে দিঘায় রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আজ ইয়াসে ক্ষতিগ্রস্ত ৩ জেলা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায়ইয়াস পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। দিঘার সমস্ত দায়িত্ব মুখ্যসচিবকে দিয়ে মমতা বলেন, 'দিঘায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু দিঘা উন্নয়ন পর্ষদের এখন চেয়ারম্যান নেই। এই পরিস্থিতিতে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিলাম। কারণ, দিঘায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য নতুন পরিকল্পনা করে কাজ করতে হবে।'
কিন্তু, ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে চাপানউতোরের পারদ যখন চড়ছে, ঠিক তখনই দিল্লিতে ডেকে নেওয়া হল ইয়াস-বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)