শিশুপাচারকাণ্ড: এবার ‘ফেরার’ জুহির বাবা, খোঁজ শুরু সিআইডি-র
কলকাতা: মেয়ে জালে। এবার বাবার খোঁজে তল্লাশি শুরু সিআইডির। সিআইডি সূত্রে দাবি, শিশুপাচারকাণ্ডে বিজেপি নেত্রী জুহিকে গ্রেফতারের পর থেকেই তাঁর বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরী উধাও। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা। সিআইডি প্রথম থেকেই দাবি করছে, বিজেপি নেত্রী জুহি চৌধুরী রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়েছেন যাতে হোমের আড়ালে শিশুপাচারচক্র নির্বিঘ্নে চালিয়ে যাওয়া যায়। আর জুহির বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরী এ কাজে মেয়েকে প্রশ্রয় দিয়েছেন। কীভাবে প্রভাবশালীদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলা যায় তাতেও মেয়েকে তিনি সাহায্য করেছেন বলে সিআইডি সূত্রে দাবি। রবীন্দ্রনারায়ণ চৌধুরী জলপাইগুড়ির দীর্ঘদিনের বিজেপি নেতা। একসময় জেলা সবাপতি ছিলেন। বিজেপির রাজ্য কমিটির সদস্যও ছিলেন। জুহিকে গ্রেফতারের পর তাঁকে রাজ্য কমিটির সদস্য পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। তাঁর খোঁজেই এবার তল্লাশি শুরু সিআইডির।