এক্সপ্লোর
Advertisement
বাম-কংগ্রেসের লং মার্চে তাল কাটল হলদিয়ায়, লক্ষ্মণ শেঠকে দেখে উষ্মা প্রকাশ সিটুর রাজ্য সভাপতির, মঞ্চ ছাড়তে বাধ্য হলেন প্রাক্তন সিপিএম সাংসদ
‘চাকরি চাই, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ চলবে না’। এই দাবিতে রাজ্যে একসঙ্গে লং মার্চে নেমেছে বাম ও কংগ্রেস। কিন্তু, বৃহস্পতিবার সেই কর্মসূচির তাল কাটল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। জন্যে....সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে, বিজেপি হয়ে কংগ্রেস যোগ দেওয়া....লক্ষ্মণ শেঠ। পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে ওঠে যে, সিটুর রাজ্য সভাপতির আপত্তিতে মঞ্চ ছাড়তে বাধ্য হন একদা সিপিমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা।
হলদিয়া: ‘চাকরি চাই, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ চলবে না’। এই দাবিতে রাজ্যে একসঙ্গে লং মার্চে নেমেছে বাম ও কংগ্রেস। কিন্তু, বৃহস্পতিবার সেই কর্মসূচির তাল কাটল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। জন্যে....সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে, বিজেপি হয়ে কংগ্রেস যোগ দেওয়া....লক্ষ্মণ শেঠ। পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে ওঠে যে, সিটুর রাজ্য সভাপতির আপত্তিতে মঞ্চ ছাড়তে বাধ্য হন একদা সিপিমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা।
পাল্টা পূর্ব মেদিনীপুরে লং মার্চ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি।
এদিন হলদিয়ার দুর্গাচকে লং মার্চের সূচনা উপলক্ষে, অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হয়েছিল।সেখানে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র তরফে উপস্থিত ছিলেন লক্ষ্মণ শেঠ।
সূত্রের খবর, প্রাক্তন সতীর্থকে দেখা মাত্রই উষ্মা প্রকাশ করেন সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়।
তিনি জানান, লক্ষ্মণ শেঠ বক্তব্য রাখলে, তিনি মঞ্চ ছাড়বেন।
এই কথা কানে আসতেই মঞ্চ ছাড়েন কংগ্রেস নেতা। তিনি বলেছেন, যখন বিষয়টি জানতে পারি, অনুষ্ঠান মঞ্চ ছেড়ে আসি, কংগ্রেস কর্মীরাও বয়কট করেন। সম্মান জানাতে জানে না। আমরা কোনওভাবেই থাকব না।
হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল বলেছেন, পদাধিকারদের ওখানে বক্তব্য রাখার কথা ছিল, তাই কংগ্রেসের জেলা সভাপতি বক্তব্য রেখেছেন। লক্ষ্মণ শেঠ কোনও পদে নেই, তাই হয়ত তাঁকে কিছু বলা হয়নি।
সিপিএম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই আকচাআকচি দেখে তাল ঠুকছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরে আইএনটিটিইউসি কার্যকরী সভাপতি শিবনাথ সরকার বলেছেন, এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি হাত ধরে চলে, কোন নেতা বক্তব্য রাখতে পারল কিনা তা নিয়ে মাথাব্যথা নেই। হলদিয়ায় এদের কোনও জায়গা নেই।
সারা রাজ্য ঘোরার পর আগামী বুধবার কলকাতায় শেষ হওয়ার কথা বাম-কংগ্রেসের লং মার্চ। কিন্তু, তার আগে হলদিয়ায় তাল কাটল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement