এক্সপ্লোর
Advertisement
সিভিক ভলান্টিয়ার মামলা: 'একদিনে ৮৭৫ জনের ইন্টারভিউ!' রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
কলকাতা: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেখে চক্ষু চড়কগাছ কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল আদালত।
একদিনে ৮৭৫ জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে শুনে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, একদিনে ৮৭৫ জনের ইন্টারভিউ? ইন্টারভিউ কে নিয়েছিলেন? তাঁর কটা মাথা? হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য সেই নাম আমি সুপারিশ করব। তাহলে বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে।
এদিন মামলার শুনানিতে হলফনামা পেশ করে রাজ্য জানানয়, ২০১৩ সালে ৮ এপ্রিল সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। এক দিনেই বাঁকুড়ার বারিকুল থানায় ইন্টারভিউ নেওয়া হয় ৮৭৫ জনের।
হলফনামায় দেওয়া এই পরিসংখ্যান শুনেই সরকারি আইনজীবীকে কটাক্ষ করেন বিচারপতি। পাশাপাশি নির্দেশ দেন, মঙ্গলবারের মধ্যে ইন্টারভিউ-এর দিনে থানার অ্যাটেনডেন্স রেজিস্টার সহ ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে হবে।
সরকারি আইনজীবী আরও কিছুটা সময় চাইলে তা খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, নথি জমা দিতে বিলম্ব হলে, তথ্য বিকৃত হতে পারে। মঙ্গলবারের মধ্যেই আমার ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য চাই।
তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১৩ সালে রাজ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। চলতি বছরে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বাঁকুড়ার ১০ জন চাকরী প্রার্থী। সিভিক ভলান্টিয়ার নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করে আদালত।
এদিন সেই হলফনামা জমা দেন সরকারি আইনজীবী। সেই হলফনামা দেখেই রাজ্যতীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। মঙ্গলবার পরবর্তী শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement