এক্সপ্লোর
বাইক না পেয়ে ‘আত্মঘাতী’ নবম শ্রেণীর পড়ুয়া!

দক্ষিণ ২৪ পরগনা: সবে এক মাস হয়েছে। এর মাঝেই সোনারপুরে আরও এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। পরিবারের দাবি, বাইক না পেয়ে আত্মহত্যা করেছে নবম শ্রেণির এই ছাত্র। মৃতের নাম শেখ শাহিদ। বয়স ১৫। নবম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে খবর, কদিন আগেই বাবা-মায়ের কাছে বাইক কিনে দেওয়ার আব্দার করে ছেলে। এই মুহূর্তে কিনে দেওয়ার সামর্থ না থাকায়, টাকা জোগাড়ের জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন মা। কিন্তু, তাতে কোনওভাবেই রাজি হয়নি ছেলে। দুদিনের মধ্যে বাইক কিনে দেওয়ার জেদ ধরেছিল সে। এই নিয়ে মঙ্গলবার দুপুরে মা তাকে বকাবকিও করে। পরিবারের দাবি, এরপরই বিকেল থেকে শাহিদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে আটটা বাড়িরই তিনতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে শুরু করেছে পুলিশ। গত নভেম্বরে একই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।বাবার কাছে বাইক কেনার টাকা না পেয়ে আত্মঘাতী হয় নবম শ্রেণির ছাত্র। ২০ নভেম্বর পূর্ব বর্ধমানের কৃষিখামারে স্কুটার কেনার আব্দার করে না পেয়ে আত্মহত্যা করে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ১৬ অক্টোবর .. পূর্ব মেদিনীপুরের মারিশদায়.. একই কারণে এক যুবক আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। এবার সেই তালিকায় জুড়ল সোনারপুরের কারবালা এলাকার ঘটনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















