CM Mamata Delhi Visit:আগামী ২৫ জুলাই চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যাবেন সংসদ ভবনেও
আগামী ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।
কলকাতা: আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন মমতা। ২৫ জুলাই বিকেলে দিল্লি রওনা দেবেন তিনি। দিল্লিতে চারদিন থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে।
সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সংসদে অধিবেশন চলার সময় প্রতিবারই দিল্লি যাই’। উল্লেখ্য, ওই সময় সংসদের বাদল অধিবেশন চলবে।সেখানে বিরোধী নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে। আগামী ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী নেতারা বৈঠকে মিলিত হয়েছিলেন।
এর আগে নবান্নে এসে মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক নেতারা। দিল্লির সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রের তিন কৃষি বিলের বিরুদ্ধে দীর্ঘ কয়েকমাস ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষক নেতারা। তাঁদের সঙ্গেও দেখা করতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভ্যাকসিনের যোগানের অভাব নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, রাজ্য পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে না। তিনি বলেছেন, ‘আজকেও প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিয়ে ফের চিঠি দিয়েছি। হয়তো কোনও উত্তর পাব না, তাও চিঠি দিয়েছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দিল্লি গিয়ে নেতাদের সঙ্গে দেখা করব। সময় পেলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারি।’
উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন ভেস্তে গিয়েছে। ভোটের প্রচারে রাজ্যে অনেকগুলি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যজুড়ে জোর প্রচার চালিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিজেপির সমস্ত প্রয়াসে জল ঢেলে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় ফিরেছে। বিজেপিকে বিধানসভা ভোটে রুখে দেওয়ায় পর মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরে বড় ভূমিকা নিতে পারেন বলে জল্পনা চলছে।
এরইমধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী রণকৌশলের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের শরদ পাওয়ার ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা চলছে। এই ঘটনাগুলিতে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোটবাঁধা নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে। এরই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।