এক্সপ্লোর
Advertisement
'ম্যান মেড', সরেজমিনে বন্যা পরিস্থিতি মূল্যায়নে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: সরেজমিনে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আমতা-উদয়নারায়ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন ম্যান মেড বন্যার তত্ত্ব। পাঞ্চেত, মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। ফলে শুক্রবার থেকে সমস্যা কমবে। দাবি ডিভিসি কর্তৃপক্ষের।
ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলেছেন আগেও। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সরাসরি ম্যান মেড তত্ত্ব টেনে আনলেন মুখ্যমন্ত্রী। ফের তোপ দাগলেন কেন্দ্র ও ডিভিসির বিরুদ্ধে। পাল্টা তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপিও।
ডিভিসি কর্তৃপক্ষেরও দাবি, ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বাড়ছিল বলেই তারা জল ছাড়তে বাধ্য হয়েছে। ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে এখন হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা ভেসে যাচ্ছে। এদিন সরেজমিনে সেই এলাকা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।
নবান্ন থেকে বেরিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেন উদয়নারায়ণপুরের উদ্দেশে। কিন্তু, উদয়নারায়ণপুরের প্রায় ৬ কিলোমিটার আগে থেকেই রাস্তা জলের নীচে। সেখানেই শ্যাওড়াবেড়িয়ার কাছে গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন এলাকার অবস্থা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনে নেন তাঁদের দুর্দশার কথা। আশ্বাস দেন পাশে থাকার। উদয়নারায়ণপুর থেকে গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী যান খানাকুল সংলগ্ন পলাশপাই গ্রামে।
গ্রামবাসীদের কথা শুনে জেলা প্রশাসনকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এরপর খানাকুল থেকে গাড়ি ঘুরিয়ে ফের চলে আসেন হাওড়ার জয়পুরে। সেখানে বিডিও অফিসে প্রশাসনিক কর্তাদের নিয়ে বেশ কিছুক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
ডিভিসির তরফে অবশ্য এদিন দাবি করা হয়েছে,
বৃহস্পতিবার মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। শুক্রবার জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। ফলে সমস্যাও কমবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement