Mamata letter to PM Modi: ‘বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না’, ভ্যাকসিন নিয়ে ফের মোদিকে চিঠি মমতার
জনসংখ্যা ও জনঘনত্বের তুলনায় বাংলা তার প্রাপ্য ভ্যাকসিন পাচ্ছে না বলেও চিঠিতে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী...
সুমন ঘড়াই, কলকাতা: ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মাপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’
জনসংখ্যা ও জনঘনত্বের তুলনায় বাংলা তার প্রাপ্য ভ্যাকসিন পাচ্ছে না বলেও চিঠিতে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বেশি ভ্যাকসিন পাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো ঘন বসতিপূর্ণ রাজ্যে তুলনায় অনেক কম টিকা মিলছে।’
বাংলাকে বঞ্চিত করা হলে তিনি যে চুপ বসে থাকবেন না, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না। দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম।’
সম্প্রতি, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন মুখ্যমন্ত্রী। সেখানেও ভ্যাকসিন নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল। বৈঠক সেরে বেরিয়ে মমতা বলেছিলেন, যে ভ্যাকসিন, ওষুধ পেয়েছি, আরও বেশি চাই। অন্য রাজ্য পাক। তাতে আপত্তি নেই। পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেশি। সবাইকে ভ্যাকসিন দিতে হবে। তা নিয়ে আলোচনা হয়েছে।
তার আগে, গতমাসের মাঝামাঝি ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতিত্ব। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি টিকা দেওয়া হচ্ছে। সে পাক। সকলের টিকার অধিকার আছে। কিন্তু বিজেপি-শাসিত রাজ্য বলে বেশি টিকা পাবে। সেটা ঠিক নয়।
ভ্যাকসিনের আকালের অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লিখেছিলেন, ভ্যাকসিন আমাদের প্রয়োজন ১৪ কোটি। আজ পর্যন্ত পেয়েছে ২.১২ কোটি। মাসে আমাদের ১ দেড় কোটি করে দিন। দুকোটি করে দিলে আমার ৬ মাস হয়ে যাবে। আমি পিএমকে চিঠি দিয়েছি, হয়তো উত্তর পাব না। উত্তর আমাদের দেয় না।