এক্সপ্লোর
Advertisement
ফের ঘুরিয়ে জোট-বার্তা? উপ-নির্বাচনে সম্ভবত প্রার্থী দেবে না কংগ্রেস
কলকাতা: বিধানসভায় ধরাশায়ী হওয়ার পর কি ফের কংগ্রেস-বাম জোট হতে চলেছে? অন্তত এমন একটা সম্ভাবনা ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।
সোমবারই রাজ্যের দুটি লোকসভা এবং একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, বামেদের দিকে ফের জোট-বার্তা দিতে পারে কংগ্রেস। এমনটাই ইঙ্গিত মিলেছে প্রদেশ সভাপতির কথায়। এদিন অধীর চৌধুরী জানান, প্রার্থী দেওয়ার বিষয়ে তাঁর দল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, উপ-নির্বাচনে লড়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। একইসঙ্গে তিনি জানান, আমরা নিশ্চিত করব যে বিরোধী ভোট তৃণমূল বা বিজেপির কাছে না যায়।
এর আগে গত সপ্তাহে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, কোচবিহার কেন্দ্রে প্রার্থী দেবে ফরোয়ার্ড ব্লক। অন্যদিকে, তমলুক ও মন্তেশ্বরে প্রার্থী দেবে সিপিএম। তিন এ-ও জানিয়ে রাখেন, কংগ্রেসের সঙ্গে কোনও জোট-আলোচনা হয়নি এবং বামফ্রন্ট এই উপ-নির্বাচনে ‘একা চলতে’ ইচ্ছুক তারা।
এরপরই এদিন প্রদেশ প্রধানের এই মন্তব্যকে ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের মতে, দলীয় নেতৃত্ব এই উপ-নির্বাচনে লড়ার পরিপন্থী। কারণ, দলের একাংশ মনে করছে এতে বিরোধী ভোট ভাগ হবে আর আখেরে লাভ হবে তৃণমূলের।
অধীরের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন এক শীর্ষ বাম নেতা। তিনি স্বীকার করেন, সরকারিভাবে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা সম্ভব নয়। তাই ‘পরোক্ষ’ ভাবে কংগ্রেস যদি নির্বাচনে না লড়াই করে, তাহলে বামেদের লাভ।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্র এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ভোট হবে ১৯ নভেম্বর। নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনা ২২ নভেম্বর।
২৬ অক্টোবর থেকে শুরু হবে মনোনয়ন জমা নেওয়ার কাজ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন।
তাতে খালি হয়েছে তমলুক লোরসভা কেন্দ্র। অন্যদিকে অগাস্ট মাসে কোচবিহার কেন্দ্রের সাংসদ রেণুকা সিংহ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খালি হয় কোচবিহার আসনটি।
একইভাবে মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সজল পাঁজাও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। সেপ্টেম্বর মাসে বিধানসভার স্ট্যান্ডিং কমিটার কাজে তিনি দিঘায় গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। এই তিনটি কেন্দ্রে একসঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, ভোটগ্রহণের নির্ঘণ্ট ঘোষণা হওয়ামাত্র দুটি কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু অধিকারী। অন্যদিকে, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন সৈকত পাঁজা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement