এক্সপ্লোর
Advertisement
বৃষ্টি থামলেও বন্যায় বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা
বীরভূম, হুগলি, পূর্ব মেদিনীপুর,পুরুলিয়া: শনিবার থেকে টানা বৃষ্টির পর অবশেষে মঙ্গলাবর বিকেল থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন জেলা বন্যার জেরে বিপর্যস্ত। পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। কাঁসাই নদীর জলস্তর বাড়ায় পাঁশকুড়া এলাকার দক্ষিণ গোপালপুর, জয়কৃষ্ণপুর, হাউর, ডোমঘাট, আমদান-সহ একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। বাসিন্দারা আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের ওপর। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। সতর্ক করা হয়েছে থানাগুলিকে। জলবন্দি মানুষের উদ্ধারকাজে প্রস্তুত রাখা হয়েছে ২টি স্পিডবোট।
বীরভূমেও ভারী বৃষ্টি হওয়ায় বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। লাভপুরে লাঘাটা সেতুতে যান চলাচল শুরু হলেও, লাভপুর-কাটোয়া রাজ্য সড়কের ওপর হাঁটুসমান জল। খয়রাশোলের পাঁচরা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে হিংলো নদীর জল। এদিকে, ফের কোপাইয়ের জল ঢুকেছে কঙ্কালিতলা মন্দিরে।
নদী বাঁধ ভেঙে যাওয়ায় হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আজ সকালে আরামবাগের জুবিলি পার্ক এলাকায় দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে আরামবাগ শহরে জল ঢোকার সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল খানাকুলের বুজরুট এলাকায় দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙেও সংলগ্ন গ্রামে জল ঢুকেছে।
পুরুলিয়ায় বৃষ্টি থামলেও, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। অধিকাংশ জায়গায় সেতুর ওপর দিয়ে বইছে জল। বোরো থানা এলাকার মামড়া থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তার ওপর দিয়ে টেটকো নদীর জল বইছে। বান্দোয়ানের পরাডির কাছে বাঁকুড়া-বান্দোয়ান সড়কের ওপর দিয়ে বইছে যমুনা নদীর জল। দ্বারকেশ্বর নদীর জল বইছে কাশীপুরের বইকড়া সেতুর ওপর দিয়ে। এদিকে, পুরুলিয়া সদর হাসপাতালের বেসমেন্টে জল ঢুকে যাওয়ায় বন্ধ লিফট পরিষেবা। ভোগান্তির শিকার রোগী ও তাঁদের আত্মীয়রা।
মুর্শিদাবাদে দ্বারকা নদীর জলস্তর বাড়ায় কান্দি ব্লকের কুঠিরপাড়া গ্রাম জলের তলায়। জলবন্দি গ্রামের পাঁচশোর বেশি মানুষ। কৃষিজমিতে জল। বন্ধ স্কুল। প্রায় এক কোমর জল ঠেলে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে যাতায়াত করতে হচ্ছে কুঠিরপাড়া গ্রামের বাসিন্দাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement