EXCLUSIVE: ‘ছাত্র সুলভ’ হেয়ার কাট হলেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, চুল কাটার পয়সা দিল স্কুলই
পরীক্ষার্থীদের চুল কাটার পয়সা দিল স্কুল।
সমীরণ পাল, বারাসাত: উচ্চ মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে এসে বিপাকে পড়ুয়ারা। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, তবে মানতে হবে শর্ত! বারাসাতের নবপল্লি বয়েজ হাইস্কুল কর্তৃপক্ষ রীতিমতো নোটিশ দিয়ে জানিয়েছে, ‘ছাত্র সুলভ চেহারা’ হলেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট। যা নিয়েই কার্যত বিক্ষোভ পরিস্থিত তৈরি হয় স্কুল চত্বরে।
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়, ‘চুল ঠিক করে না কাটলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না।’ স্কুলের এই বিজ্ঞপ্তির পরেই শুরু হয় ছাত্র বিক্ষোভ।
নবপল্লি বয়েজ হাইস্কুলের ১৬৯জন পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষর্থী দেবে। তার মধ্যে ১৫-২০ জন পরীক্ষার্থী চুল কাটেনি। ওই পরীক্ষার্থীদের চুল কাটানোরও বন্দোবস্ত করে স্কুল। তাদের হাতে ৫০ টাকা করে দিয়ে সেলুনে পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষের সাফ কথা, তারা কোনওভাবেই স্কুলের ‘বদনাম’ হতে দেবে না। আর সেকারণেই পড়ুয়াদের চুল কাটিয়ে তাদের ‘ছাত্র সুলভ’ সৌম্য দর্শনে আনার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, অতীতে নবপল্লি বয়েজ হাইস্কুলের আগে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটেছিল বারাসাতেরই আরও এক অভিজাত স্কুল মহাত্মা গাঁধী মেমোরিয়ালে। এবার অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে সংবাদ শিরোনামে এল নবপল্লি বয়েজ হাইস্কুল।