বিজেপিতে যোগ দিচ্ছেন সিপিএম নেতা জাকির বল্লুক! দাবি অর্জুন সিংহের
যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন জাকির নিজে । তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি মানতে চাইছে না সিপিএমের স্থানীয় নেতৃত্ব । তবে তারা স্বীকার করে নিয়েছেন ইদানিং দলীয় সভায় আসছেন না জাকির সেই কারণে তারা তার বাড়িতে খোঁজ নিতে গেছিলেন। ব্যক্তিগত কাজে ব্যস্ত এই কারণেই সবাই যাচ্ছেন না বলে তাদের জানিয়েছেন জাকির ।
সমীরণ পাল, আমডাঙা : বিজেপিতে যোগ দিতে চলেছেন আমডাঙার সিপিএম নেতা জাকির বল্লুক! আগাম ঘোষণা করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, ১৬ ফেব্রুয়ারি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন জাকির বল্লুক।
২০১৮-য় আমডাঙার তারাবেড়িয়া পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে গুলি-বোমার লড়াইয়ে মৃত্যু হয় এক সিপিএম কর্মী ও তিন তৃণমূল কর্মীর। ওই ঘটনায় পরে গ্রেফতার হন সিপিএম নেতা জাকির বল্লুক। জেল থেকে ছাড়া পাওয়ার পর অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে বলে স্থানীয় সূত্রে খবর। তবে বিজেপিতে যোগদান-জল্পনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিপিএম নেতা। দলীয় নেতার বিজেপিতে যোগদানের কথা মানতে অস্বীকার করেছে সিপিএমের স্থানীয় নেতৃত্ব। তবে জানানো হয়েছে, ইদানিং দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন না জাকির বল্লুক।
যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন জাকির নিজে । তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি মানতে চাইছে না সিপিএমের স্থানীয় নেতৃত্ব । তবে তারা স্বীকার করে নিয়েছেন ইদানিং দলীয় সভায় আসছেন না জাকির সেই কারণে তারা তার বাড়িতে খোঁজ নিতে গেছিলেন। ব্যক্তিগত কাজে ব্যস্ত এই কারণেই সবাই যাচ্ছেন না বলে তাদের জানিয়েছেন জাকির ।
আমডাঙা তারাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত ভোট গঠন এর আগের দিন রাতে ২০১৮ সালের ২৮ আগস্ট ওবইদ কাছে গ্রামে ব্যাপক বোমাবাজি এবং গুলি চলে । ঘটনায় তিন তৃণমূল কর্মী ও একজন সিপিএম কর্মী খুন হন সেই ঘটনায় তৃণমূল কর্মীরা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে জাকির বল্লুক নাম থাকে ঘটনার পর থেকে পলাতক জাকির ভুল লোককে পুলিশ আজমীর শরিফ থেকে গ্রেপ্তার করে সম্প্রতি জেল থেকে ছাড়া পান জাকির বল্লুক। তারপর থেকেই অর্জুন সিং এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে স্থানীয়দের দাবি।
আমডাঙার এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক সৌরভ মন্ডল জানিয়েছেন জাকির সিপিএমে আছেন কিন্তু কিছু সভাতে তিনি যাচ্ছেন না এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি জানিয়েছেন ব্যক্তিগতকাজে কিছু ব্যস্ত আছে । তৃণমূলের আমডাঙার সাধারণ সম্পাদক মইন জানান জাকির বিজেপিতে গেলে তৃণমূলের কিছু যায় আসে না।