এক্সপ্লোর
পাঁজর ফুঁড়ে বাঁশের ফলা, এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল মালদার নাবালকের
শুক্রবার রাত ৯টা নাগাদ জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন ট্রমা কেয়ারের সার্জারি বিভাগের ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রবল ঝুঁকির মাঝে করা যে বিরল অস্ত্রোপচারে মিলেছে সাফল্য।
![পাঁজর ফুঁড়ে বাঁশের ফলা, এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল মালদার নাবালকের critical surgery in sskm saves live of a teen পাঁজর ফুঁড়ে বাঁশের ফলা, এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল মালদার নাবালকের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/01034801/web-sskm-operation-still-311020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই , কলকাতা : বন্ধুদের সঙ্গে খেলার মাঝেই বিপত্তি। বৃহস্পতিবার বাড়ির কাছেই নদীর চরে বন্ধুদের সঙ্গে খেলছিল বছর তেরোর এক কিশোর। ধাক্কাধাক্কিতে হঠাৎই মাটিতে পড়ে যায় সে। আর সেই অবস্থায় ডানদিকের পাঁজরের নীচ থেকে ঢুকে যায় একটি ছুঁচলো বাঁশ।
আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার সকালে মালদা থেকে কলকাতায় আনা হয় কিশোরকে। ভর্তি করা হয় এসএসকেএমে। শুক্রবার রাত ৯টা নাগাদ জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন ট্রমা কেয়ারের সার্জারি বিভাগের ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রবল ঝুঁকির মাঝে করা যে বিরল অস্ত্রোপচারে মিলেছে সাফল্য।
এসএসকেএমের চিকিৎসক অভিমুন্য বসু বলেছেন, ৬ বোতল রক্ত লেগেছে অস্ত্রোপচারের মাঝে। তবে তা সফল। ছেলেটিকে ৩-৪ দিনের মধ্যেই বাড়ি পাঠানো যাবে। জেলার দুই হাসপাতাল ঘুরে ছেলেকে বাঁচাতে কলকাতায় ছুটে আসা পরিবার অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তিতে। হাসিমুখে আপাতত অপেক্ষা ছেলেকে সুস্থ করে বাড়ি ফেরার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)