পূজালি: সাংবাদিক দেখে পালানোর সময় ব্যাগ থেকে বেরিয়ে পড়ল লুকানো বোমা!
![পূজালি: সাংবাদিক দেখে পালানোর সময় ব্যাগ থেকে বেরিয়ে পড়ল লুকানো বোমা! Crude Bombs Fell Down As Biker Miscreants Try To Create Ruckus During Municipal Polls At Pujali পূজালি: সাংবাদিক দেখে পালানোর সময় ব্যাগ থেকে বেরিয়ে পড়ল লুকানো বোমা!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/14191332/muni-pujali-10-ward-bomb-re.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দক্ষিণ ২৪ পরগনা: পুরভোটের দিনে পূজালিতে বোমা নিয়ে দৌরাত্ম্য বাইক বাহিনীর। সাংবাদিক দেখে পালানোর সময় ব্যাগ থেকে বেরিয়ে পড়ে লুকিয়ে রাখা বোমা। পরে দু’জনকে আটক করে পুলিশ।
পুরভোট ঘিরে রবিবার সকাল থেকেই বোমা-গুলির শব্দে সরগরম ছিল পূজালি। সেই সঙ্গে বুথে বুথে দাপিয়ে বেড়াতে দেখা যায় বাহিনীকে।
পূজালি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় দেখা মিলল এক বাইক গ্যাংয়ের। পিঠে উইকেট, বাইকের নম্বর প্লেট মোছা।
এবিপি আনন্দর সাংবাদিক এবং ক্যামেরা দেখে মুখ ঢাকা বাইক আরোহীরা পড়িমড়ি করে পালাতে পারলে তখন বাঁচে। তড়িঘড়ি বাইক ঘোরাতে গিয়েই একজনের কোল থেকে পড়ে যায় ব্যাগ। ঝুলি থেকে বেরিয়ে পড়ে বোমা। একটি-দু’টি নয়-- একাধিক।
এই বোমা নিয়ে সকাল থেকে বুথে বুথে দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতীরা। কিন্তু, এবিপি আনন্দর ক্যামেরায় পর্দাফাঁস হতেই, অবস্থা বেগতিক দেখে বাইক ফেলে সেখান থেকে ছুটে পালায় দুষ্কৃতীরা।
এখান থেকে পালিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের রাজারামপুর শেখ পাড়ায় পুলিশের মুখোমুখি পড়ে যায় দুষ্কৃতীরা। বাঁচার জন্য কয়েকজন বোমা-বন্দুক নিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে। কিন্তু, তার আগে তো যা কাজ করার হয়ে গিয়েছে!!!!!!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)