এক্সপ্লোর
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, পাশাপাশি মৌসুমী বায়ুর জেরে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা: রাজ্যের উপর প্রভাব ফেলছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ৫ জেলায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কখনও বৃষ্টি। কখনও আবার হালকা রোদ। কিছুক্ষণ পর ফের মেঘলা আকাশ। দিনভর এভাবেই লুকোচুরি খেলল বর্ষা .... হঠাত্ হঠাত্ শুরু হওয়া বৃষ্টিতে ভিজল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ..... বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর .....বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমে যায়। ছিল না আর্দ্রতা জনিত অস্বস্তিও। কলকাতার পাশাপাশি এদিন বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত প্রভাব ফেলছে রাজ্যের উপর। পাশাপাশি রাজ্যের উপর সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা থাকার জেরে রাজ্যের উপর সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তাই আগামী ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















