এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ শরীরের কোনও কষ্ট বাড়তে পারে। তার জন্য খরচ বৃদ্ধি। বাড়ির সকলে মিলে দূরে ভ্রমণ যোগ। বাড়ির বাইরে কিছু খরচ বাড়তে পারে। আগুন থেকে সাবধান। ব্যবসার দিকে ভাল সময়। বৃষ ছোট পোকামাকড় থেকে সাবধান। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ বাধতে পারে। ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার আশা করতে পারেন। পড়াশুনাতে মন বসবে। মিথুন স্ত্রী দূরে থাকায় বিরহ যন্ত্রণা ভোগ। সারাদিনে কোনও সময় একটা আঘাতপ্রাপ্তি যোগ রয়েছে। শত্রু ভয় থাকবে। সন্তানের ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। কর্কট ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। ব্যবসার অশান্তি বাড়তে পারে, পুরনো কোনও অশান্তি আজ মিটে যেতে পারে। কাউকে সাহায্য করতে গিয়ে বিপদ বাড়তে পারে। সিংহ বেশি কথা বলবার জন্য লোকের কাছে হেনস্থা হতে হবে। বাড়িতে অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসার দিকে আবার লাভের সম্ভবনা। বাড়িতে অতিথি আসতে পারে। কন্যা আজ ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। অপ্রিয় সত্য কথা বলবার জন্য অশান্তি। আজ রাস্তাঘাটে কিছু কুড়িয়ে পেতে পারেন। জ্বর জাতীয় রোগ বাড়তে পারে। তুলা কোনও বাজে কিছু কাজ করবার জন্য আজ পাড়ার লোকের কাছে বদনাম বাড়তে পারে। আজ কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ আসতে পারে। প্রেমের দিকে চিন্তা বাড়তে পারে। বৃশ্চিক সারা দিন খুব ভাল ব্যবহারের দ্বারা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা আসতে পারে। বাড়িতে অতিথির আগমন। অর্থাভাব দেখা দিতে পারে। ধনু গাড়ি চালকদের একটু বিপদের ঝুঁকি আছে। সিদ্ধান্ত ভুলের জন্য কোনও খারাপ কিছু ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে অপবাদ আসতে পারে। কর্মস্থলে সুনাম বাড়বে। মকর গান-বাজনা নিয়ে যাঁরা থাকেন তাঁদের সুনাম বাড়বে। অপরের কাছে নিন্দার পাত্র হতে হবে। পিতার কারণে মনোকষ্ট। বিবাহিত জীবন ভালমন্দ মিশিয়ে যাবে। কুম্ভ সারা দিনটা কোনও মন কষ্টের ভিতর দিয়ে যাবে। নতুন কোনও কর্মে সাফল্য আসতে পারে। ব্যবসার জন্য আয় বাড়বে। বিবাহ নিয়ে আলোচনা। জীবজন্তু থেকে সাবধান। মীন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের সম্ভাবানা। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা। শত্রুর দ্বারা খারাপ কিছু ঘটতে পারে। পিতার সম্পতি নিয়ে বিবাদ বাড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















