Darjeeling Landslide Update: ছুটি নিয়েও ফেরা হল না বাড়ি, সেবকের কাছে পাহাড় থেকে গড়ানো বোল্ডারের ধাক্কায় মৃত্যু জওয়ানের
সেবকের কালীমন্দিরের কাছে একটি বড় বোল্ডার পাহাড় থেকে গড়িয়ে আচমকা অটোর উপর পড়ে। গুরুতর আহত হন অটো চালক এবং ওই সেনা জওয়ান ও গাড়ির ড্রাইভার। পরে জওয়ানের মৃত্যু হয়।
বাচ্চু দাস ও উমেশ তামাং, দার্জিলিং : ছুটি নিয়েও বাড়ি ফেরা হল না। দার্জিলিঙে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হল সেনাবাহিনীর জওয়ানের। ১০ নম্বর জাতীয় সড়কে করোনেশন ব্রিজের কাছে ধস নামার জেরে শুক্রবার ভোররাত পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এই সময় প্রথমে শিলিগুড়ি থেকে সেবক পর্যন্ত অটোতে পৌঁছন গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাং। যদি কোনওভাবে বাড়ি ফেরা সম্ভব হয়, সেই চেষ্টা করার জন্য সেবকে পৌঁছলেও এক কিলোমিটার রাস্তা জুড়ে ধস থাকায় তাঁকে বাধ্য হয়ে শিলিগুড়ি ফেরার রাস্তা ধরতে হয়। আর সেই ফেরার পথেই বিপদ। সেবকের কালীমন্দিরের কাছে একটি বড় বোল্ডার পাহাড় থেকে গড়িয়ে আচমকা অটোর উপর পড়ে। গুরুতর আহত হন অটো চালক এবং ওই সেনা জওয়ান ও গাড়ির ড্রাইভার। তাদের উদ্ধার পরে স্থানীয়রা পৌঁছে দেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। পরে সেখানেই দুর্ভাগ্যবশত ওই জওয়ানের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাং-এর পোস্টিং ছিল রাঁচিতে। ছুটি নিয়ে তিনি সিকিমে নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু, ধসের জেরে রাস্তা বন্ধ থাকায়, ফের অটো করেই শিলিগুড়ি ফিরছিলেন। এমন সময় সেবকের কালীমন্দিরের কাছে একটি বড় বোল্ডার পাহাড় থেকে গড়িয়ে আচমকা অটোর উপর পড়ে। গুরুতর আহত হন অটো চালক এবং ওই সেনা জওয়ান। পরে জওয়ানের মৃত্যু হয়। এদিকে, সেবকের করোনেশন ব্রিজের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস কবলিত এলাকা অনেকটাই মেরিমতি করা সম্ভব হয়েছে। শুক্রবার ভোর রাত থেকেই রাস্তার একটা দিক খুলে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের জন্য।
এমনিতেই উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ ও শনিবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আর টানা বৃষ্টির জেরেই গতকাল সেবকের কাছে জাতীয় সড়কে নামে ধস।