এক্সপ্লোর
ঈদ উপলক্ষ্যে পাহাড়ে বনধ আংশিক শিথিল

দার্জিলিং: পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা সর্বাত্মক বনধের আজ দ্বাদশ দিন। ঈদ উপলক্ষে আংশিক শিথিল করা হয়েছে বনধ। যান চলাচল করছে। তবে দোকানপাট বন্ধ। সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষ। সভা-সমাবেশের কোনও কর্মসূচি না থাকলেও, আজ দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে মোর্চা সমর্থকদের একটি মিছিল বার হওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে মোর্চা। কাল দার্জিলিং স্টেশন থেকে চকবাজার পর্যন্ত টিউবলাইট নিয়ে মিছিলের ডাক দিয়েছে তারা। পাশাপাশি, আগামীকালই তারা পাহাড়ের বিভিন্ন জায়গায় জিটিএ-র ত্রিপাক্ষিক চুক্তিপত্র পোড়ানোর কর্মসূচিও নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















