এক্সপ্লোর
রবিনসনকাণ্ডের ছায়া: বর্ধমানে বাবার মৃতদেহ আগলে মেয়ে

বর্ধমান: রবিনসনকাণ্ডের ছায়া এবার বর্ধমানে। মাধবডিহি এলাকায় বাবার দেহ আগলে বসে রইলেন মেয়ে। স্থানীয় সূত্রে খবর, মাধবডিহির মুক্তার পাড় গ্রামে মেয়ে পানমনি সোরেন-কে নিয়ে থাকতেন বছর সত্তরের পঞ্চু সোরেন। শনিবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় পঞ্চায়েত ও থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে পঞ্চু সোরেনের পচাগলা দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দিন পাঁচেক আগেই মৃত্যু হয়েছে পঞ্চু সোরেনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















