এক্সপ্লোর
হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি খারিজ হাইকোর্টে
কলকাতা মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে তৈরি হবে মেডিক্যাল বোর্ড। নির্দেশ বিচারপতি শুভকান্ত ঘোষালের।

কলকাতা: হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি খারিজ করল কলকাতা হাইকোর্ট। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে, এডিজি সিআইডির নজরদারিতে হবে তদন্ত। হাইকোর্টের বিচারপতি বলেছেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট ফের খতিয়ে দেখবে মেডিক্যাল বোর্ড। ১৪ দিনের মধ্যে দিতে হবে দ্বিতীয় মতামত।’ কলকাতা মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে তৈরি হবে মেডিক্যাল বোর্ড। নির্দেশ বিচারপতি শুভকান্ত ঘোষালের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















