সব দিক না বিচার করেই তড়িঘড়ি নোট বাতিল, বললেন অমর্ত্য
শান্তিনিকেতন: সব দিক বিচার না করেই তড়িঘড়ি নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিমত জানালেন অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ আগেও প্রকাশ্যে নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের ধাক্কায় আমজনতার দুর্ভোগের কথা বলেছিলেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, বিরোধিতা অব্যাহত রেখে আজও তিনি সাংবাদিকদের বলেছেন, আমার মনে হয় না, সব দিক ভাল মতো বিচার করে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী প্রতিক্রিয়া হতে পারে, তা ঠিক মতো না ভেবেই তড়িঘড়ি নেওয়া হয়েছে সিদ্ধান্তটা। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিচার করে আমি এই পদক্ষেপের পিছনে কোনও যুক্তি খুঁজে পাইনি। এর ফল নেতিবাচকই হবে।
পাশাপাশি পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রজেক্টের রূপায়ণ প্রত্যাশা মতো হয়নি বলেও অভিমত জানিয়েছেন তিনি। লিঙ্গ সাম্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কাজ করে চলা প্রতীচী ট্রাস্টেরও চেয়ারম্যান তিনি। তাঁর অভিমত, তামিলনাড়ুতে এই প্রকল্প দারুণ সফল। উত্তরপ্রদেশ, অন্য রাজ্যগুলিতেও আংশিক সাফল্য এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রয়োগ গতানুগতিক।