এক্সপ্লোর
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: শীত পড়তে না পড়তেই বৃষ্টি কাঁটা! ডিসেম্বরেও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে। সেই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টি হলেও অন্যান্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বৃহস্পতিবার থেকে আকাশ থাকবে মেঘলা। ফলে দিন ও রাতের তাপমাত্রার ফারাক কমে যাবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃষ্টির পর পারদ কি আরও নামবে? অপেক্ষায় শহরবাসী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















