Mamata Banerjee at Assembly: বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি: মমতা
প্রত্যাশা বহির্ভূত ফল করে ২০০-ও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসে মমতার সরকার।
কলকাতা: মোদির ডবল ইঞ্জিন সরকার তত্ত্ব ফেল করেছে বাংলায়। এবার সেই তত্ত্বের পাল্টা মমতা ডবল সেঞ্চুরি সরকার। ২১৭টি আসে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। সেই প্রসঙ্গেই এবার ডবল সেঞ্চুরির প্রসঙ্গ টেনেছেন মমতা। এদিন বিধানসভায় বক্তব্য রাখার সময়ে তিনি বলেন, 'মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা, বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি। তিনি আরও বলেন, 'এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, নজর রাখুন। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন।'
কখনও 'উনিশে হাফ, একুশে সাফ!' কখনও আবার ডবল ইঞ্জিন সরকার গড়ে বাংলার উন্নয়নের আশ্বাস। একাধিক শ্লোগানকে সঙ্গী করেই বাংলার মসনদ দখলের লড়াই-এ নেমেছিল গেরুয়া শিবির। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা বহির্ভূত ফল করে ২০০-ও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসে মমতার সরকার।
আজ অধ্যক্ষ নির্বাচন ছিল বিধানসভায়। সকালেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বারের জন্য বিধানসভায় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচিত তিনি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী।'
বিধানসভায় কী কী বললেন মুখ্যমন্ত্রী
- মাননীয় স্পিকারকে অভিনন্দন
- স্পিকার মহাশয়েরও হ্যাটট্রিক, আমাদেরও হ্যাটট্রিক
- বিধানসভা ঠিকঠাক চালানোর সব ক্ষমতা এখন স্পিকারেরই উপরে।
- রাজ্য বিধানসভার একটা নিজস্বতা আছে
- এই বিধানসভায় অনেক ঐতিহাসিক বিল পাস করেছে
- বাংলার মা-বোনেদের জন্য কাজ করবে নতুন সরকার
- এই ভোটে আমরা তরুণ প্রজন্মর সমর্থন পেয়েছি
- নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে়
- অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত
- আমাদের বিরুদ্ধে পাইপ দিয়ে যেন টাকার স্রোত বওয়ানো হয়েছে
- এই টাকায় ভারতের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত
- মাত্র তিরিশ হাজার কোটি দিলেই সবাইকে নিখরচায় তা দেওয়া যেত
- ৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন তৈরি করা হচ্ছে
- ভ্যাকসিন, অক্সিজেন-বণ্টন সব কেন্দ্রের হাতে
- ভ্যাকসিন দেওয়ার অধিকার পেতে আবেদন করেছিলাম, সেই চিঠির উত্তর পাইনি
- বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা।
- বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি
- এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, নজর রাখুন। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন
- বিধানসভার ৪৬ বছরের ইতিহাসে এই প্রথম কংগ্রেস-বাম নেই
- বহিরাগতরা রাজ্যে এলে করোনা প্রটোকল মেনে পদক্ষেপ
- আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী
- করোনা আবহে রেড রোডে নমাজ ও সমাবেশ না করার সিদ্ধান্ত
- সবাইকে এর জন্য কৃতজ্ঞতা জানাই
- গুরুত্বপূর্ণ বিল পাসের সময় সব বিধায়কদের আসতেই হবে