উত্তরবঙ্গে বন্যা, রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিমানের টিকিট বিক্রি হচ্ছে আগুন দামে, সমস্যায় আমজনতা
কলকাতা ও শিলিগুড়ি: সড়কে জল, আকাশে জ্বালা! উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। বিপর্যস্ত বাস পরিষেবা। সুযোগে ঝোপ বুঝে কোপ মারার অভিযোগ উড়ান সংস্থাগুলির বিরুদ্ধে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জেরে রেল এবং সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমান টিকিটের দাম। গত কয়েক দিন ধরেই টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ছিল। বুধবার দাম উঠেছে সবচেয়ে বেশি। এদিন বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানের টিকিট বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। যেখানে অন্য সময় টিকিটের দাম পড়ে ৩ হাজার টাকা। এদিকে, একই ছবি কলকাতা বিমানবন্দরে। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার বিমানের টিকিটের দাম ১৫ থেকে ১৬ হাজার টাকা। শেষ মুহূর্তের টিকিট কাটতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে যাত্রীদের। যদিও উড়ান সংস্থাগুলির দাবি, পরিস্থিতির সুযোগ নিয়ে ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। ফ্লেক্সিফেয়ার পদ্ধতি অনুযায়ী, শেষ মুহূর্তে চাহিদা বাড়লে টিকিটের দাম বাড়ে। কবে নামবে জল? কবে ফের স্বাভাবিক হবে পরিস্থিতি? সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।