রাতে দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হল ১.৫২ লক্ষ কিউসেক জল, সতর্কতা জারি ডিভিসি-র
কলকাতা: আরও বাড়ল দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ রাত ১০টায় ১,৫২,৯৭৫ কিউসেক জল ছাড়া হল। সতর্কতা জারি ডিভিসি কর্তৃপক্ষের। এদিকে, তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে ৬৫ হাজার কিউসেক জল। তিলপাড়া ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে ১,৪২৪ কিউসেক জল। শিকাটিয়া ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে ৩ হাজার কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হচ্ছে ২,৩১৬ কিউসেক জল। পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ২২,৫৬০ কিউসেক জল। তেনুঘাট থেকে ছাড়া হচ্ছে ২২,৪৬১ কিউসেক জল। চান্ডিল থেকে ৬৫,৭২০ কিউসেক ছাড়া হচ্ছে জল। গালুডি থেকে ১,৩৪,৬৩৮ কিউসেক জল ছাড়া হচ্ছে জল।
এর আগে এদিন সন্ধ্যায় দিল্লিতে রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে ডিভিসি থেকে জল ছাড়ার বিষয়টি উত্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল ছাড়ার আগে যেন রাজ্যকে জানায় ডিভিসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আপাতত রাজ্যের বন্যা-পরিস্থিতি নিয়ন্ত্রণে। গুজরাতের বন্যা পরিস্থিতি সামলে এরাজ্যের দিকে নজর দিতে রাজনাথকে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দুর্গাপুুর থেকে ছাড়া হল জল।