এক্সপ্লোর
খড়দায় ডেঙ্গিতে মৃত্যু প্রাক্তন ফুটবলারের, জ্বরে আক্রান্ত মৃতের স্ত্রীও

খড়দা: অব্যাহত ডেঙ্গির প্রকোপ। উত্তর ২৪ পরগনার খড়দায় ডেঙ্গিতে প্রাক্তন ফুটবলারের মৃত্যু। জ্বরে আক্রান্ত মৃতের স্ত্রীও। একদিকে যখন কলকাতার মুরারিপুকুরের, ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর মৃত্যু, অন্যদিকে তখন উত্তর ২৪ পরগনার খড়দায় ডেঙ্গির বলি প্রাক্তন ফুটবলার। মৃতের নাম ভাস্কর ঘোষ, বয়স ৩৬। রবিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে খড়দার বলরাম সেবামন্দির স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। অবস্থার অবনতি হলে শনিবার সকালে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। হাসপাতালে আনার আধঘণ্টার মধ্যেই মৃত্যু হয় প্রাক্তন ফুটবলারের। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। সপ্তাহ দুয়েক আগে, খড়দার এই রবীন্দ্রপল্লিতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। ফের রবীন্দ্রপল্লিতেই ডেঙ্গিতে মৃত্যু। প্রাক্তন ফুটবলারের স্ত্রীও জ্বরে আক্রান্ত। এই পরিস্থিতিতে আতঙ্কে এলাকাবাসী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















