এক্সপ্লোর
বেলঘরিয়ার কলেজে বিস্ফোরণ, শৌচাগার থেকে উদ্ধার বোমা

উত্তর ২৪ পরগনা: পরীক্ষা চলাকালীন বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে বোমা বিস্ফোরণ! ঘড়িতে তখন দুপুর তিনটে। স্নাতক স্তরের পার্ট টু ফাইনাল পরীক্ষা চলছে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে। পরীক্ষা দিচ্ছিলেন ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়ুয়ারা। ল্যাবে চলছিল প্র্যাকটিকাল ক্লাস। আমচকাই বিস্ফোরণের বিকট শব্দ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজে। পড়ুয়া ও পরীক্ষার্থীদের ভিতরে রেখে ক্লাসরুমের দরজা বন্ধ করে দেন শিক্ষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বেলঘরিয়ার থানার পুলিশ ও ব্যারাকপুর কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। শৌচাগার থেকে উদ্ধার হয় ২টি তাজা বোমা। এক ছাত্রী বলেন, ল্যাবে ক্লাস করছিলাম, শুধু শব্দ শুনলাম। এক অভিভাবক বলেন, ছেলের পরীক্ষা দিচ্ছে বাইরে অপেক্ষা করছিলাম, বিকট শব্দ শুনলাম। কলেজের অধ্যক্ষ মীনাক্ষী রায় বলেন, বাথরুমে তিনটি বোমা ছিল। একটি ফেটেছে। দু’টি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। বোমা বিস্ফোরণের সময় শৌচাগারে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শৌচাগারে কে রাখল বোমা? কলেজের নিরাপত্তা এড়িয়ে কীভাবে তা শৌচাগারে পোঁছল? খতিয়ে দেখছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















