এক্সপ্লোর
Advertisement
টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, বাবা-মায়ের বকুনিতে আত্মঘাতী ছাত্রী
জলপাইগুড়ি: টিভি দেখা নিয়ে ভাই-বোনের খুনসুটি হবে, মা-বাবা বকুনি দেবে, এ আর নতুন কী! এ তো অনেক বাড়িতেই ঘটে! কিন্তু জলপাইগুড়ির ধূপগুড়ির এই পরিবারের অভিজ্ঞতা হল ভয়াবহ! মর্মান্তিক পরিণতি হল এক কিশোরীর!
নবম শ্রেণির এই ছাত্রী বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে, টিভিতে গানের অনুষ্ঠান দেখতে চায়। কিন্তু সেই সময় তার ছোট ভাই কার্টুন দেখছিল। কার হাতে রিমোট থাকবে, তা নিয়ে দিদি ও ভাইয়ের বেশ কিছুক্ষণ ঝগড়া হয়। এরপর মা-বাবা গিয়ে দু’জনকেই বকাঝকা করেন। এরপরই কাজে বেরিয়ে যান তাঁরা। পরিবারের দাবি, তখন বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেয় স্কুলছাত্রী!
দিদির মুখ থেকে গ্যাঁজলা বেরোতে দেখে ছুটে গিয়ে মা-বাবাকে খবর দেয় চতুর্থ শ্রেণির ওই ছাত্র! ছাত্রীকে প্রথমে ধূপগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় কিশোরীর। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনায় বাকরুদ্ধ ছাত্রীর পরিবার ও প্রতিবেশীরা। কিন্তু কেন দিদি এভাবে চলে গেল, তা বুঝে উঠতে পারছে না ছোট্ট রুবেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
জেলার
জেলার
Advertisement