RG Kar News : 'সঞ্জয় রায়কে আড়াল করার জন্যই প্রমাণ লোপাট হচ্ছিল?', প্রশ্ন অনিকেত মাহাতোর
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে জড়িত এক না একাধিক? সঞ্জয় রায়কে আড়াল করার জন্যই প্রমাণ লোপাট হচ্ছিল? একাধিক ব্যক্তি জড়িত থাকলে তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কেন? প্রশ্ন অনিকেত মাহাতোর।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা ১৮ জানুয়ারি। ওই দিন রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি দুপুর ২.৩০টে নাগাদ রায় ঘোষণা হবে। আর জি করের ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে চলেছে। (RG Kar Verdict)
আর জি কর ধর্ষণ এবং খুনের মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। বৃহস্পতিবার, ঠিক দু'মাসের মাথায় বিচারপর্ব শুরু হয়। আর সেখানেই রায় ঘোষণার দিন নির্দিষ্ট ভাবে জানানো হল। এদিন আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র আইনজীবী, নির্যাতিতার পরিবারের সদস্যরা, তাঁদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। (RG Kar Case)
এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সওয়াল করেন। পাশাপাশি, CBI-এর আইনজীবী সওয়াল করতে ওঠেন। সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার কথা বলেন তিনি। এর আগে, রাজ্য সরকারও ফাঁসির পক্ষেই সওয়াল করে। CBI-ও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পক্ষেই সওয়াল করল আদালতে।