Howrah Bus Fire: পার্কিং লটে দাঁড়িয়ে বাসে হঠাৎ আগুন, নিমেষে ছাই ৩টি বাস
দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
হাওড়া: ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ৪টি বাসে হঠাৎ আগুন লেগে যায়। সম্পূর্ণ ভস্বীভূত হয়ে যায় ৩টি বাস। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে, প্রাথমিক অনুমান দমকলের।
পার্কিং লটে পর পর বাসের সারি। তার মাঝেই দাউ দাউ করে জ্বলছে একটা মিনিবাস। আকাশচুম্বী কালো ধোঁয়া। আগুন ছড়িয়ে পড়ল পাশের বাসেও। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া তাঁতিপাড়া পার্কিং লটে দাঁড়িয়ে থাকা তিনটি বাস ভস্মীভূত। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাস।
রবিবার বিকেল। ঘড়ির কাঁটায় সাড়ে ৪টে। স্থানীয় বাসিন্দারা দেখেন, আগুনের হলকা বেরোচ্ছে একটি মিনিবাসের জানালা থেকে। হঠাৎ বিকট শব্দে তেলের ট্যাঙ্কার ফেটে আগুন ছড়িয়ে পড়ে দু’পাশের তিনটি স্কুল বাসে।
স্থানীয় এক বাসিন্দা রাজেশ বর্মন বলছেন, 'মিনি বাসে আগুন লাগে সেখান থেকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন।'
শিবপুর ফায়ার স্টেশনের ওসি ভবানীপ্রসাদ দুবে জানিয়েছেন, 'ঠিক কী কারণে আগুন লেগেছে স্পষ্ট হয়। পার্কিং লটের আশেপাশেই রয়েছে বহু বাড়ি ও হোটেল। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপত্তি ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।'