এক্সপ্লোর
বোতলে ভরা 'কেজো ভূত'! কেরামতি পরখ করতে গিয়েই লোক ঠকানোর পর্দাফাঁস, গ্রেফতার ৪

বর্ধমান: 'আরব্য রজণী'র আলাদিনের আশ্চর্য প্রদীপ ছিল। প্রদীপ ঘষলেই চলে আসত দৈত্য। তারপর প্রভু যা আদেশ দিত নীরবে তা তামিল করত। আর এ বোতলবন্দি ভূত...! একদম কেজো ভূত!! প্রভুর আদেশ মেনে আলাদিনের প্রদীপের দৈত্যের মতোই সব কাজ করে..!!পুলিশ সূত্রে খবর, ভূতের এরকম বিজ্ঞাপন শুনে আর নিজেকে সামলাতে পারেননি ধানবাদের এক তান্ত্রিক। সঙ্গে সঙ্গে ভূত কিনতে রাজি হয়ে যান তিনি। কিন্তু ভূত বিক্রির আগেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস!! বোতলবন্দি ‘ভূত’ আর কলকাতা পুলিশের এক গাড়ির চালক সহ বর্ধমানে গ্রেফতার ৪। পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে ধানবাদের এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ হয় এই চার যুবকের। তান্ত্রিক একটি কেজো ভূতের খোঁজে আছেন জানতে পেরে, ভূত বিক্রির টোপ দেন এঁরা। সেই মতো তান্ত্রিকের প্রতিনিধি হয়ে ভূত পরীক্ষা করতে আসেন বাগুইআটির বাসিন্দা তাপস রায়চৌধুরী সহ দু’জন। কথা মতো, বৃহস্পতিবার রাতে বর্ধমানের একটি হোটেলে ওঠেন ৬ জন। তান্ত্রিকের প্রতিনিধিদের অভিযোগ, ভূত দেখতে চাইলে, বোতলবন্দি কয়েন দেখিয়ে চার যুবক দাবি করেন, ভূতই কয়েনটি বোতলে ঢুকিয়ে দিয়েছে। কী কী কাজ করতে পারে ভূত? জানতে চাইলে চার যুবক দাবি করেন, বললেই বোতলের টাকা বের করবে ভূত। এ ঘর থেকে জামাকাপড় অন্য ঘরে সরিয়ে দেবে। তবে তার জন্য ২০ হাজার টাকা লাগবে। কিন্তু ভূতের কেরামতি না দেখে টাকা দিতে চাননি তান্ত্রিকের দুই প্রতিনিধি। এতে ক্ষেপে নিয়ে গিয়ে ভূতের কারবারিরা তান্ত্রিকের প্রতিনিধি দুই যুবককে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গভীর রাতে আটক যুবকদের উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় চারজনকে। আটক করা হয় একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করেছে, ভূতের কাজ দেখানোর নাম করে প্রথমে মোটা টাকা আদায় করে তারা। তারপর তাদেরই লোক সিআইডি সেজে হানা দেয় হোটেলে। পাকড়াও করে ক্রেতাদের। সেই সুযোগে টাকা নিয়ে পালান তাঁরা। ঘটনার সমালোচনায় সরব যুক্তিবাদীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















