এক্সপ্লোর
Advertisement
খুন হয়ে যাওয়ার আশঙ্কা, সঙ্গে অনুগামীদের অনুরোধ, নিজেরই তিন মূর্তি বানালেন গোসাবার তৃণমূল বিধায়ক
তৃণমূল বিধায়কের অনুগামীরা জানিয়েছেন, জয়ন্ত নস্করের হাত ধরে সুন্দরবনের গোসাবা ও বাসন্তী এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে।
শান্তনু নস্কর, গোসাবা: একদিকে রাজনৈতিক হিংসা আর তার জেরে যে কোনও দিন খুন হয়ে যাওয়ার আতঙ্ক। অপর দিকে নিজের অনুগামীদের অনুরোধ।
নিজের স্মৃতি অমর করে রাখতে এবার নিজেরই তিন মূর্তি বানালেন গোসাবার বিধায়ক, তৃণমূলের জয়ন্ত নস্কর। কলকাতার শিল্পীকে দিয়ে তিনি মূর্তিগুলি তৈরি করিয়েছেন।
জয়ন্তবাবু বলছেন, ‘যাঁরা রাজনীতি করেন, তাঁদের জীবনের কোনও নিশ্চয়তা নেই। এক সময় বামফ্রন্টের সঙ্গে অনেক লড়াই করে এই জায়গা তৈরি করেছি, ধরে রেখেছি। এখন রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। তবুও বিরোধীদের মধ্যে অনেকে এখনও ছদ্মবেশে লড়াই চালাচ্ছে। আক্রান্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না।‘ জয়ন্তবাবু যোগ করেছেন, ‘পাশাপাশি অনেক অনুগামীর ইচ্ছা ছিল যে, আমার মূর্তি তৈরি হোক। নিজে বেঁচে থাকাকালীন শিল্পীর সামনে বসলে যে ভাবে নিখুঁত মূর্তি তৈরি করা যাবে, মারা গেলে তা ঠিক নাও হতে পারে। তাই এখনই এই মূর্তিগুলি বানিয়ে রাখলাম।‘
তৃণমূল বিধায়কের অনুগামীরা জানিয়েছেন, জয়ন্ত নস্করের হাত ধরে সুন্দরবনের গোসাবা ও বাসন্তী এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। তাঁর উদ্যোগের জন্য এলাকার মানুষের উন্নতি হয়েছে। তাই জয়ন্তবাবুকে দেবতার আসনে বসিয়েছে স্থানীয় লোকজন। সেই কারণেই মূর্তি তৈরির অনুরোধ করা হয়েছিল বিধায়কের কাছে। স্থানীয় কেউ কেউ বলছেন, ‘জয়ন্তবাবুর অবদান আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভুলে না যায়, সে জন্যই মূর্তি তৈরির আব্দার করা হয়েছিল। আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক। এই এলাকায় এত উন্নয়ন হয়েছে ওঁর হাত ধরেই। সেই জন্য আমরা জয়ন্তবাবুর আরও মূর্তি তৈরি করব। তাঁর অবর্তমানে এলাকার প্রধান সমস্ত জায়গায় তাঁর মূর্তি উন্মোচন করব।‘
যদিও বিজেপি এই মূর্তি তৈরি করার ঘটনাকে কটাক্ষ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement