এক্সপ্লোর
Advertisement
মামলা চলাকালে নারদকাণ্ডে পৃথক তদন্ত কেন, রাজ্যকে অস্বস্তিতে ফেলে প্রশ্ন হাইকোর্টের
কলকাতা: নারদকাণ্ডের তদন্ত নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার।মামলা যখন হাইকোর্টে বিচারাধীন, তখন কেন আলাদা তদন্ত করছে রাজ্য সরকার? প্রশ্ন আদালতের।
বুধবার হাইকোর্টে নারদকাণ্ডে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের আইনজীবী বলেন, নারদ মামলা হাইকোর্টে বিচারাধীন। এই মামলার অন্য তদন্ত হতে পারে না। ম্যাথু স্যামুয়েল এখন দেশের বাইরে। তাই এ বিষয়ে হাইকোর্টে লিখিত আবেদন করতে তাঁর সময় লাগবে।
এরপরই সরকারি আইনজীবীকে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন,মামলাটি যখন হাইকোর্টে বিচারাধীন, তখন অন্য তদন্ত প্রক্রিয়া চলা উচিত নয়।
সরকারি আইনজীবী বলেন, হাইকোর্টে বিচারাধীন মামলার সমান্তরাল তদন্ত চলতে পারে কিনা, তা নিয়ে পরবর্তী শুনানির দিন আদালতে বক্তব্য পেশ করবে সরকার।
নারদকাণ্ডের তদন্ত শেষপর্যন্ত কে করবে? কলকাতা পুলিশই তদন্ত চালিয়ে যাবে, না কি তদন্তভার তুলে দেওয়া হতে পারে সিবিআই-এর হাতে? বল এখন আদালতের কোর্টে। এমনটাই মত আইনজীবী মহলের একাংশের।
মামলার পরবর্তী শুনানি ৯ অগাস্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement