এক্সপ্লোর
দার্জিলিংয়ে বন্ধ হোটেল, দোকানপাট, সঙ্কটে পর্যটকরা

দার্জিলিং: বেড়াতে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। দোকানপাট, হোটেল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। সকাল থেকে কালিম্পংয়ে দোকানপাট বন্ধ। শিলিগুড়ি ফেরার গাড়ি না পাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পর্যটকদের খাবার ও জল দেওয়ার ব্যবস্থা করেছেন। শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে কলকাতাগামী বাস ছাড়তে শুরু করেছে আজ সকাল ৬টা থেকে। বাস ধরার জন্য পাহাড় থেকে সমতলে নামতে প্রচুর টাকা গাড়িভাড়া দিতে হচ্ছে পর্যটকদের। অভিযোগ, ৭ থেকে ১০ হাজার টাকা ভাড়া চাইছেন গাড়িচালকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















