এক্সপ্লোর
Advertisement
বিবাহবহির্ভূত সম্পর্ক! আলাদা ভাড়াবাড়িতে স্ত্রী-প্রেমিক, হানা দিয়ে অস্ত্রের কোপ, গ্রেফতার স্বামী
স্ত্রীর প্রেমিককে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। বাঁচাতে গিয়ে জখম স্ত্রীও। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী। উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘটনা।
সমীরণ পাল, বনগাঁ (উত্তর ২৪ পরগনা): স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক! মানতে না পেরে যুবককে কোপ মারার অভিযোগ মহিলার স্বামীর বিরুদ্ধে। প্রেমিককে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ওই মহিলাও। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক বাগদার বাসিন্দা। ২০১৩ সালে ওই মহিলার সঙ্গে বিয়ে হয় তার। অভিযোগ, বিয়ের পর থেকেই ওই মহিলার ওপর অত্যাচার চালাতেন তিনি। এনিয়ে আগেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। তাতেও নির্যাতন থেকে মুক্তি মেলেনি বলেই অভিযোগ।
সম্প্রতি প্রতিবেশী এক যুবকের সঙ্গে বধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে মহিলার। বনগাঁয় আলাদা ঘর ভাড়া নিয়ে দু’জনে থাকতেও শুরু করেন।
স্থানীয় সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে আচমকাই ওই ভাড়াবাড়িতে যান বধূর স্বামী। সেখানেই হঠাৎ স্ত্রীর প্রেমিককে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বলে অভিযোগ। প্রেমিককে বাঁচাতে গিয়ে জখম হন বধূও।
দু’জনকেই গুরুতর জখম অবস্থায় বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement