শিশুকে যৌন নিগ্রহ, গ্রেফতার ৫২ বছরের পুলকার চালক, অভিযুক্তকে পুলিশের সামনে কিল, চড়, ঘুষি
![শিশুকে যৌন নিগ্রহ, গ্রেফতার ৫২ বছরের পুলকার চালক, অভিযুক্তকে পুলিশের সামনে কিল, চড়, ঘুষি Howrah Child Molestation:accused arrested, beaten by public in front of police শিশুকে যৌন নিগ্রহ, গ্রেফতার ৫২ বছরের পুলকার চালক, অভিযুক্তকে পুলিশের সামনে কিল, চড়, ঘুষি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/13152212/hwh-molestation-accused-beaten-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া: হাওড়ায় শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। গ্রেফতার ৫২ বছরের পুলকার চালক। তাকে আদালতে তোলার সময় কোর্ট চত্বরেই ধৃতের উপর চড়াও হন বিজেপি মহিলা মোর্চা ও বিজেপি সমর্থকরা। ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, হাওড়ার ওয়ার্দি গ্রামের ক্লাস ওয়ানের ছাত্রীকে শনিবার গাড়িতে একা পেয়ে যৌন নিগ্রহ করে পুলকার চালক। সোমবার বাড়িতে শিশুটি সব জানায়। সেদিনই ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করে পরিবার। যার ভিত্তিতে অভিযুক্ত পুলকার চালক বছর ৫২-র জিন্নত মল্লিককে গ্রেফতার করে পুলিশ। এরপর, মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলার সময়ই ঝুন্ধুমার। অভিযুক্তকে কোর্ট লক আপ থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তার উপর চড়াও হয় বিজেপি মোর্চা। আদালত চত্বরে, পুলিশের সামনেই অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। জুতো পেটা, চড়, ঘুষি, কিছুই বাদ যায়নি। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। হাওড়া কোর্টের সামনের রাস্তায় বেশ কিছুক্ষণ অবরোধও করা হয়। বিজেপি মহিলা মোর্চার হাওড়া জেলা সভানেত্রী দুর্গাবতি সিংহ বলেন, আমাদের হাতে তুলে দেওয়া উচিত। পুলিশ আমাদের ধাক্কা দিয়েছে। ক্ষমতা চাইতে বলেছিলাম, চায়নি বলে পথ অবরোধ করেছি। ধৃত পুলকার চালকের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)