Howrah: টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া পুরসভার ২৫টি ওয়ার্ড, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের
জলমগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয় না...
সুনীত হালদার, হাওড়া: গতকাল রাত থেকে দফায় দফায় বর্ষণের জেরে হাওড়া শহর এলাকার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে।
কমপক্ষে ২৫টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে গেছে। দাসনগর, রামরাজাতলা, টিকায়াপাড়া, লিলুয়া, মধ্য হাওড়ার পঞ্চাননতলা, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি সহ বিভিন্ন জায়গায় কোথাও হাঁটু সমান আবার কোথাও তার বেশি জল দাঁড়িয়ে যায়।
বিভিন্ন জায়গায় জল দোকান এবং বাড়িতেও ঢুকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ফি বছর বর্ষাকালে একই সমস্যা রয়ে গেছে। একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়।
তাঁদের আরও অভিযোগ, ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয় না। পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি।
প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে, ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ ও র্যাফ।
এদিকে হাওড়া পুরসভার পুর-প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, অস্বাভাবিক বৃষ্টি হওয়ার কারণেই শহরে জল জমেছে। পুরসভার পক্ষ থেকে জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য ৫০টি পাম্প চালানো হচ্ছে। বৃষ্টি যদি বেশি না হয় তবে জল দ্রুত নেমে যাওয়ার আশ্বাস দেন।
জলে তলায় উলুবেড়িয়ার রঘুদেবপুর এলাকা। মল্লিকপাড়া, মোল্লাপাড়া, পুরকায়েতপাড়া- সমস্ত এলাকায় জমে যায় হাঁটু সমান জল।
উলুবেড়িয়া পূর্ব তৃণমূল বিধায়ক বিদেশ বসু এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। সমস্যার কথা স্বীকারও করেন। জানান, এই বিষয়ে তিনি বিডিওর সঙ্গে বৈঠক করবেন।
টানা বৃষ্টিতে জল জমে যায় বেলুড় স্টেশন সংলগ্ন আন্ডারপাসে। বিপজ্জনকভাবে রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা।
হাওড়ার পাশাপাশি, হুগলিরও বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। ডানকুনি স্টেশনে রেললাইন চলে যায় জলের তলায়। হিন্দমোটর স্টেশন রোডেও জল জমে যায়।
জল ঢুকে যায় ফল, মিষ্টির দোকান থেকে শুরু করে ওষুধের দোকানে। এছাড়াও, উত্তরপাড়া পুরসভার ৩,৪,৫,৬,৭ ওয়ার্ডের বহু বাড়ির একতলা জলমগ্ন হয়ে পড়ে।
জল জমে যায় শ্রীরামপুরেও। ডানকুনি, উত্তরপাড়া ও শ্রীরামপুর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির পাশাপাশি গঙ্গার জল বেশি থাকায় বিভিন্ন এলাকায় জল জমে যায়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এরমধ্যে, আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওড়া, হুগলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।