এক্সপ্লোর

চিনা নিশানায় ‘চিকেনস নেক’, শিলিগুড়ি রক্ষায় বিপুল প্রস্তুতি ভারতেরও

মুরগির ঘাড় বেশ দুর্বল। মটকে দেওয়া গেলেই ধড় থেকে মুণ্ড আলাদা হয়ে যেতে পারে। ভারতকে চাপে ফেলতে এ বার মুরগির ঘাড়েই নিশানা স্থির করছে চিন। চিকেন’স নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে যেন নিশ্চিন্ত না থাকে ভারত। চুম্বি উপত্যকা থেকে তেমনই বার্তা দিতে শুরু করেছে লাল ফৌজ। তবে চুম্বি উপত্যকা থেকে যে মুরগির ঘাড়ে আঘাত আসতে পারে, সে কথা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকও জানে। তাই রক্ষাকবচের ব্যবস্থাও কিন্তু আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে। চিনা প্রেসিডেন্ট তথা চিনের সেন্ট্রাল মিলিটারি কাউন্সিলের চেয়ারম্যান শি জিনপিং পিপল’স লিবারেশন আর্মির দু’টি ইউনিটকে সম্প্রতি বিশেষ সম্মান দিয়েছেন। ওই দুই ইউনিটের শক্তিও দ্রুত বাড়ানো হচ্ছে। একটি হল দক্ষিণ চিন সাগরে মোতায়েন সাবমেরিন ইউনিট ৩৭২। অপরটি ভারতের সিকিম প্রদেশ এবং ভুটানের হা জেলার মাঝখানে অবস্থিত চিনের চুম্বি উপত্যকায় মোতায়েন থাকা ইউনিট ৭৭৬৫৬। চিনের সীমান্ত সুরক্ষিত রাখা এবং স্থিতিশীলতা বজায় রাখার কাজে এই দুই ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিনা প্রেসিডেন্ট জানিয়েছেন। দক্ষিণ চিন সাগর এখন গোটা বিশ্বের কাছেই আলোচনার বিষয়। ওই অঞ্চলে চিনা আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় চিনের বিপক্ষে তো গিয়েইছে। সবক’টি বড় সামরিক শক্তিও চিনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। দক্ষিণ চিন সাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখা চিনের কাছে এখন মান-সম্মানের লড়াই। সেই দক্ষিণ চিন সাগরে মোতায়েন বাহিনীকে যতটা গুরুত্ব দেওয়া হল, চুম্বি উপত্যকায় মোতায়েন বাহিনীকেও চিনা প্রেসিডেন্ট সমগোত্রীয় গুরুত্ব দিলেন। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, চিনের তরফ থেকে ভারতের প্রতি একটি কড়া বার্তা এটি। মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারতকে চাপে রাখতেই চুম্বিতে আচমকা শক্তি বাড়াচ্ছে চিন, খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রেও। কারণ চুম্বি উপত্যকার অবস্থান এমন একটি জায়গায়, যেখান থেকে চিকেন’স নেক-এ পৌঁছনো বেশ সহজ। চিকেন’স নেক বা শিলিগুড়ি করিডর কী? পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ। মাঝখানে খুব সঙ্কীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। এতই সঙ্কীর্ণ অংশ সেটি যে একটু কল্পনার চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায়। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র হিসেবে অবস্থান করছে ওই এলাকা। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন’স নেকের মধ্যে পড়ছে। এই অংশকে শিলিগুড়ি করিডরও বলা হয়। কারণ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা ওই সঙ্কীর্ণ ভূখণ্ড। অনেকটা যেন করিডরের মতো। শিলিগুড়ি ছুঁয়ে গিয়েছে, তাই শিলিগুড়ি করিডর। শিলিগুড়ি করিডরের গুরুত্ব কতটা? উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। উত্তর-পূর্ব ভারত থেকে দেশের অন্য যে কোনও অংশের সঙ্গে যোগাযোগের প্রশ্নে শিলিগুড়ি একটা জংশনের মতো। ফলে গোটা উত্তর-পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি করিডরের আন্তর্জাতিক গুরুত্বও যথেষ্ট। নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডরের উপর অনেকটা ভরসা করে। অর্থাৎ, দেশের দুই অংশের মধ্যে সড়ক ও রেল যোগযোগ বজায় রাখা, উত্তর-পূর্ব ও অবশিষ্ট ভারতের মধ্যে ট্রনজিট পয়েন্ট হিসেবে কাজ করা এবং নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের রোজকার যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য শিলিগুড়ি করিডর বা চিকেন’স নেক অপরিহার্য। চিকেন’স নেক হাতছাড়া হলে কী হতে পারে? এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর-পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের তিনটি জেলারও একই হাল হবে। যে উত্তর-পূর্ব ভারত নিয়ে চিনের সঙ্গে বিস্তর টানাপড়েন, চিকেন’স নেককে নিজেদের কব্জায় নিয়ে সেই উত্তর-পূর্বকেই বিচ্ছিন্ন করে দিতে পারলে চিনের পক্ষে লক্ষ্যে পৌঁছনো খুব সহজ। চিকেন’স নেক-এর রক্ষাকবচ চিন যতই চাপ বাড়াক, ভারতীয় সেনার আত্মবিশ্বাসে কিন্তু কোনও খামতি নেই। কারণ মুরগির ঘাড়কে সুরক্ষিত রাখতে ভারতের তরফে রক্ষাকবচও নেহাৎ কম নয়। প্রথমত, শিলিগুড়ি করিডরে ঢুকতে হলে চিনা সেনাকে সিকিমের মধ্যে দিয়ে আসতে হবে। চিন এবং ভারতের সীমান্তে হিমালয় এত দুর্গম যে প্রাকৃতিক গিরিপথগুলি ছাড়া স্থলপথে চুম্বি উপত্যকা থেকে সিকিমে ঢোকার কোনও পথ নেই। নাথু লা, জেলেপ লা, দংচু লা, বাতাং লা এবং ডোকা লা— মূলত এই পাঁচ গিরিপথ দিয়েই চুম্বি থেকে সিকিম হয়ে চিকেন’স নেকের দিকে আসা যায়। ডোকা লা চিকেন’স নেকের সবচেয়ে কাছে। চুম্বি থেকে ওই গিরিপথ দিয়ে সিকিমে ঢুকে খুব দ্রুত জনপ্রিয় পর্যটন কেন্দ্র জুলুক পর্যন্ত চলে আসা যায়। জুলুক পাহাড়ের ঠিক নীচ থেকেই পশ্চিমবঙ্গ তথা দার্জিলিঙের সীমানা শুরু। কিন্তু এত কাছে হওয়া সত্ত্বেও, গিরিপথের মুখ এক বার বন্ধ করে দেওয়া হলে, আর কোনও পথ নেই। ভারত প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রয়োজন হলেই সবক’টি গিরিপথ বন্ধ করে দিতে ভারতীয় সেনার খুব একটা সময় লাগবে না। দ্বিতীয়ত, চুম্বি উপত্যকা থেকে ভুটানের হা জেলা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে ঢুকে আসা সম্ভব চিনা সেনার পক্ষে। কিন্তু ভুটান একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কও ভাল। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ভুটানের মধ্যে দিয়ে চিনা সেনাকে ভারতের দিকে এগোতে দেওয়া হবে, তেমনটা চিনও আশা করে না। তৃতীয়ত, চুম্বি থেকে সিকিমের দিকে আসার আগেই যাতে চিনা সেনাকে রুখে দেওয়া যায়, তার ব্যবস্থাও রয়েছে। ভুটানের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার আদানপ্রদান রোজকার। ভুটানের সেনাবাহিনী পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়। বছরভর ভুটানে থেকে সে দেশের সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতীয় সেনার একটি শাখাও রয়েছে। ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম বা আইএমটিআরএটি নামে পরিচিত ভারতীয় সেনার সেই শাখা ভুটানের হা জেলায় সারা বছরই থাকে। ভুটানের মধ্যে ১৫০০ কিলোমিটার রাস্তা, সেতু, পারো বিমানবন্দর, ইয়াংফুলাতে একটি অব্যবহৃত বিমানঘাঁটি এবং বেশ কয়েকটি হেলিপোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন। তাই চুম্বি উপত্যকাকে ঘিরে যে ভারতীয় সেনার অবস্থান রয়েছে, তাও চিন জানে। চতুর্থত, শিলিগুড়ি করিডর এবং গোটা ডুয়ার্স জুড়ে ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার উপস্থিতি ব্যাপক। সেনা এবং বিএসএফ-এর অনেকগুলি ইউনিট ওই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় দু’টি সুবিশাল বিমানঘাঁটিও রয়েছে ভারতের। ফলে চুম্বি উপত্যকার খুব কাছে অবস্থিত হলেও শিলিগুড়ি করিডরে পৌঁছনো চিনা সেনার পক্ষে মোটেই সহজ কাজ নয়। ভারত বা চিন কেউই অবশ্য সীমান্তে উত্তেজনা বাড়ানোর পক্ষে নয়। সীমান্তে শান্তি রাখতে নয়াদিল্লি এবং বেজিং দু’তরফই সচেষ্ট। কিন্তু কৌশলগত স্বার্থেই প্রস্তুতি এবং পাল্টা প্রস্তুতির প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারছে না কোনও পক্ষই।  
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Telegram Chief Arrest: মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?
মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?
Janmashtami 2024 : রোহিণী নক্ষত্রে ৩ শুভ যোগ ! খুলে যাবে ৫ রাশির ভাগ্য, জন্মাষ্টমী হোক আপনারই দিন
রোহিণী নক্ষত্রে ৩ শুভ যোগ ! খুলে যাবে ৫ রাশির ভাগ্য, জন্মাষ্টমী হোক আপনারই দিন
Israel Attacks Lebanon Hezbollah: ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার
ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার
Sunita Williams: বিকল মহাকাশযানে ভরসা নেই, সুনীতাদের ফিরিয়ে আনার দায়িত্ব পেলেন ইলন মাস্ক, দিনক্ষণ জানাল NASA
বিকল মহাকাশযানে ভরসা নেই, সুনীতাদের ফিরিয়ে আনার দায়িত্ব পেলেন ইলন মাস্ক, দিনক্ষণ জানাল NASA
Advertisement
ABP Premium

ভিডিও

Neotia Fashion Event : কী পরবেন বিয়েতে ? শহরে নেওটিয়া আর্টস ট্রাস্ট-এর বিশেষ প্রদর্শনীতে মুনমুন সেনRG Kar Live: আর জি করকাণ্ডে দলের একাংশকে নিশানা কুণালের। ABP Ananda LiveRG Kar Live: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। ABP Ananda LiveRG Kar Case: আর্থিক দুর্নীতির তদন্তে RG করে পা রেখে কী পেল CBI ? সন্দীপের বাড়ি-সহ ১৫ টি জায়গায় হানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Telegram Chief Arrest: মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?
মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?
Janmashtami 2024 : রোহিণী নক্ষত্রে ৩ শুভ যোগ ! খুলে যাবে ৫ রাশির ভাগ্য, জন্মাষ্টমী হোক আপনারই দিন
রোহিণী নক্ষত্রে ৩ শুভ যোগ ! খুলে যাবে ৫ রাশির ভাগ্য, জন্মাষ্টমী হোক আপনারই দিন
Israel Attacks Lebanon Hezbollah: ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার
ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার
Sunita Williams: বিকল মহাকাশযানে ভরসা নেই, সুনীতাদের ফিরিয়ে আনার দায়িত্ব পেলেন ইলন মাস্ক, দিনক্ষণ জানাল NASA
বিকল মহাকাশযানে ভরসা নেই, সুনীতাদের ফিরিয়ে আনার দায়িত্ব পেলেন ইলন মাস্ক, দিনক্ষণ জানাল NASA
New Alipore: শহরে এবার প্রকাশ্য রাস্তায় গাড়ি নিয়ে ধাওয়া, উত্ত্যক্ত করার অভিযোগ ! আতঙ্কে যা করল কিশোরী...
শহরে এবার প্রকাশ্য রাস্তায় গাড়ি নিয়ে ধাওয়া, উত্ত্যক্ত করার অভিযোগ ! আতঙ্কে যা করল কিশোরী...
iPhone 16 Series: কবে লঞ্চ হবে আইফোন ১৬ সিরিজ? দিনক্ষণ সম্পর্কে কী আভাস পাওয়া গিয়েছে?
কবে লঞ্চ হবে আইফোন ১৬ সিরিজ? দিনক্ষণ সম্পর্কে কী আভাস পাওয়া গিয়েছে?
Rohit on Shikhar: 'রুম শেয়ার থেকে মাঠে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়া...' শিখর ধবনের অবসরে রোহিতের আবেগঘন পোস্ট
'রুম শেয়ার থেকে মাঠে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়া...' শিখর ধবনের অবসরে রোহিতের আবেগঘন পোস্ট
Unified Pension Scheme : পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, 'উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী'
পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, 'উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী'
Embed widget