এক্সপ্লোর
গুরুঙ্গের বাড়ির কাছে আইইডি কারখানার হদিশ, পাহাড়ে ফের পুলিশ-মোর্চা সংঘর্ঘ
দার্জিলিং: দার্জিলিঙে বিমল গুরুঙ্গের বাড়ির কাছে আইইডি কারখানার হদিশ। উদ্ধার বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম।
গোপন সূত্রে খবর পেয়ে দুর্গম পথ পেরিয়ে সিংলা এলাকার লিম্বু বস্তি-র একটি বাড়িতে পৌঁছয় পুলিশ। তালা ভেঙে বাড়িতে ঢুকতেই আইইডি কারখানার হদিশ মেলে।
পুলিশ সূত্রে খবর, এই বাড়িতেই তৈরি হত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস।
এমনকী উত্তর-পূর্ব ভারত থেকে এখানে এসে আইইডি তৈরির প্রশিক্ষণও দেওয়া হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে,বোমা তৈরির সরঞ্জাম পাউডার জাতীয় বিস্ফোরক এবং তার।
পলাতক বিমল গুরুঙ্গের আপ্ত সহায়কের বাড়িতেও তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এদিকে শিলিগুড়ির মিলন মোড়েও পুলিশ হেফাজতে থাকা মোর্চা নেতা হেমন্ত গৌতমের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর গোপন নথি।
কয়েকদিন আগে সিকিম সীমানা ঘেষা দার্জিলিঙের লেবং ও দাওয়াপানিতে তল্লাশি চলে। উদ্ধার হয় ধারাল অস্ত্র ও বিস্ফোরক! সেই সূত্রেই এদিনের তল্লাশি বলে জানিয়েছে পুলিশ।
এদিনে গোর্খা জনমুক্তি মোর্চারবন্ধ উপেক্ষা করে পাহাড়ের কিছু অংশে দোকানপাট খুলেছিল। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছিল পাহাড়বাসী। তার মধ্যেই দার্জিলিঙে ফের অশান্তির আগুন। বেধে যায় পুলিশ-মোর্চা সংঘর্ঘ!
শুক্রবার সকাল ১১টা নাগাদ বনধের সমর্থনে মিছিল বের করে গুরুংপন্থীরা। চকবাজারে এসে সভা করার চেষ্টা করলে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। নিমেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে মোর্চা সমর্থকরা। ইটের ঘায়ে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন।
মোর্চা সমর্থকদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মোর্চা সমর্থকও আহত হন।
এই পরিস্থিতি বন্ধের বিরোধিতায় পাল্টা পথে নামছে বিনয় তামাং শিবিরও।
সবমিলিয়ে ফের উত্তপ্ত দার্জিলিং।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement