West Burdwan:পঞ্চায়েত প্রধানের চেয়ারে তৃণমূল নেতা! ফেসবুক পোস্ট ঘিরে জোর চাঞ্চল্য জামুড়িয়ায়
একই দাবি করেছেন রাজু নিজেও । তাঁর বক্তব্য, তাকে ফাঁসানোর চক্রান্ত চালানো হচ্ছে ।
কৌশিক গাঁতাইত, জামুড়িয়া (পশ্চিম বর্ধমান): চেয়ার পঞ্চায়েত প্রধানের। কিন্তু সেখানে বসে রয়েছেন প্রধান নয়, স্থানীয় তৃণমূল নেতা। ফেসবুকে এই ছবি পোস্ট ঘিরে বিতর্ক ছড়াল জামুড়িয়ার তাপসী এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। অন্যদিকে, বিজেপি এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি।
ঘোটা ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট ঘিরে। স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায় এই ছবি ফেসবুকে পোস্ট করেন। পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে ছবি পোষ্ট করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার তপসী এলাকায় । গতকাল কিছু কাজ নিয়ে পঞ্চায়েত অফিসে যান কয়েকজন । তাদের মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায় । সেখান থেকে ফিরে আসার পরেই তিনি ফেসবুকে ছবি পোষ্ট করেন । ছবিতে দেখা গিয়েছে যে, তিনি প্রধানের চেয়ারে বসে রয়েছেন। মুহুর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায় ।
স্থানীয় বাসিন্দাদের কাছে ফোনে খবরটি জানতে পারেন পঞ্চায়েত প্রধান প্রশান্ত গোপ । তিনি জানান, দুপুর দুটো নাগাদ তিনি খাবার খেতে বাড়ি এসেছিলেন । এই সময় তাঁর চেয়ারে যদি কেউ বসে পড়েন ,তাহলে তিনি জানবেন কি করে! দল বা প্রশাসন এব্যাপারে যদি কিছু সিদ্ধান্ত নেয় তাহলে নিতে পারে।
প্রধানের এই কথার উল্টো কথা বললেন উপপ্রধান দুলাল মাজি । তিনি জানান , আমি পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলাম । রাজু মুখোপাধ্যায় প্রধানের চেয়ারে বসেননি। তাঁর পাশের চেয়ারে বসেছিলেন । মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে রাজু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ।
একই দাবি করেছেন রাজু নিজেও । তাঁর বক্তব্য, তাকে ফাঁসানোর চক্রান্ত চালানো হচ্ছে । ঘটনা ঘিরে বিতর্ক দানা বাঁধতেই ফেসবুক থেকে পোষ্টটি মুছে দেন রাজু ।
এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপির এক নম্বর মন্ডল সম্পাদক মিথিলেশ গিরি বলেছেন, -কোনটা সরকারি অফিস আর কোনটা পার্টি অফিস সেটা বুঝতেই পারছেন না তৃণমূলের নেতা-কর্মীরা । পঞ্চায়েত প্রধানের পদ যে সরকারি তা মাথায় রাখার প্রয়োজন বোধ করছেন না তাঁরা।