এক্সপ্লোর
Advertisement
মমতার পাহাড় সফরের আগে আরও কোণঠাসা বিমল গুরুঙ্গ, ৬ মাস মোর্চা থেকেই সস্ত্রীক সাসপেন্ড
দার্জিলিঙ: পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের আগের দিন মোর্চায় রদবদল। ৬ মাসের জন্য মোর্চা সভাপতি পদ থেকে অপসারিত বিমল গুরুঙ্গ। নতুন সভাপতি হলেন বিনয় তামাং। পদ খোয়ালেন রোশন গিরিও।
গুরুঙ্গ-ঘনিষ্ঠ রোশন গিরিকে সাধারণ সম্পাদকের পদ থেকে ৬ মাসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন অনীত থাপা।
বিমল গুরুঙ্গ, রোশন গিরি, আশা গুরুঙ্গ, প্রকাশ গুরুঙ্গ, স্বরাজ থাপা-সহ অপসারিতদের তালিকায় রয়েছেন ১৫ জন মোর্চা নেতাও। সোমবার প্রায় ৩ মাস পর বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবারই বিমল গুরুঙ্গের বার্তা উপেক্ষা করে দার্জিলিঙে অনীত থাপার সভায় উপচে পড়ে ভিড়। এর ২৪ ঘণ্টার মধ্যেই গদি গেলে গুরুঙ্গের!
মোর্চা শিবিরে যখন ক্ষমতা বদল, তখন পাহাড়ে সক্রিয় জিএনএলএফ-ও। মঙ্গলবারের সর্বদল বৈঠকের আগে, সোমবার পাহাড়ের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগায় জিএনএলএফ। সবমিলিয়ে পাহাড়ে এখন নতুন সমীকরণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement