এক্সপ্লোর
বন্ধ হল হুগলির নর্থব্রুক জুটমিল, কর্মহীন প্রায় ৩,০০০ শ্রমিক

হুগলি: ফের বন্ধ হয়ে গেল হুগলির নর্থ ব্রুক জুটমিল। প্রায় তিন মাস বন্ধ থাকার পর, বিধানসভা ভোট চলাকালীন ২৬ এপ্রিল কারখানার দরজা খুলেছিল। কিন্তু, শনিবার ফের মিলের গেটে ঝুলল সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৩,০০০ শ্রমিক। কর্তৃপক্ষের অবশ্য দাবি, কাঁচামালের জোগান না থাকায় মিল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবাদে নর্থব্রুক জুটমিলের সামনে বেশ খানিকক্ষণ জিটি রোড অবরোধ করেন আচমকা কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে জুট মিল খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















