ঘুমিয়ে পড়েছিলেন কালিকাপ্রসাদের গাড়ির চালক? অনুমান পুলিশের
হুগলি: দুর্ঘটনার সময়ে শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যর গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। হুগলি জেলা পুলিশ সূত্রে এমনটাই খবর। পুলিশের সূত্রের মতে, গাড়ি অত্যন্ত গতিতে ছিল। প্রথমে রাস্তার পাশে ফেন্সিংয়ে ধাক্কা মারে। যদিও চাকার কোনও স্কিড মার্ক মেলেনি। অর্থাৎ গাড়ি যে স্কিড করেছে তা নয়। পুলিশের সূত্রের মতে, ধাক্কা মারার পরও ব্রেক কষেননি চালক। ফলে ফেন্সিংয়ে ধাক্কা মারার পর কালভার্টে ধাক্কা মারে গাড়িটি। এরপরই ১৫ ফুট নিচে নয়ানজুলিতে পড়ে গাড়ি। পুলিশের অনুমান, ফেন্সিংয়ে ক্রমাগত ধাক্কায় খুলে যায় চাকা। জানা গিয়েছে, গাড়ির চালকের সঙ্গেও কথা বলবে পুলিশ। প্রসঙ্গত, কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যর। মঙ্গলবার দোহারের সঙ্গীদের নিয়ে সিউড়িতে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন কালিকাপ্রসাদ। পথে হুগলির গুড়াপে কালভার্টে ওঠার মুখে ফেন্সিংয়ে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়ি। গাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয় কালিকাপ্রসাদ ভট্টাচার্য এবং তাঁর সঙ্গীদের। পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কালিকাপ্রসাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সঙ্গীরা এখনও চিকিৎসাধীন। কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শিল্পীর শেষকৃত্য।