বিজেপিতে যোগ দিলেন না কামদুনির টুম্পা-মৌসুমী
উত্তর ২৪ পরগনা: গিয়েছিলেন পদ্ম হাতে। ফিরলেন খালি হাতে। দিলীপ ঘোষ কামদুনিতে গিয়ে টুম্পা-মৌসুমীর হাতে পদ্ম ধরালেন ঠিকই। কিন্তু, তাঁরা কেউই পদ্ম-তলে আসলেন না! পঞ্চায়েত ভোটের আগে সংগঠনের জোর বাড়াতে বিস্তারক অভিযান শুরু করছে বিজেপি। বুধবার উত্তর ২৪ পরগনার কামদুনিতে এই অভিযানের সূচনা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে তিনবছর আগে এদিনই কামদুনির সেই কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসেন এই গ্রামের দুই সাধারণ মেয়ে। টুম্পা ও মৌসুমী। এদিন তাঁদের বাড়ি যান দিলীপ ঘোষ। হাতে তুলে দেন পদ্মফুল।
এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, কাউকে বলিনি। সমঝদারওকে লিয়ে ইশারা কাফি হ্যায়। বিজেপি নেতা বাড়িতে এসেছে। পদ্মফুল দিচ্ছে। অর্থ বুঝে নিন। টুম্পা-মৌসুমী দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম নিয়েছেন ঠিকই। কিন্তু, এখনই পদ্মের আশ্রয়ে আসতে নারাজ তাঁরা দু’জনেই। টুম্পা কয়াল বলেন, প্রস্তাব পেয়েছি। যোগ দেব না। কামদুনির অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত দলে নয়। গত পঞ্চায়েত ভোটে কামদুনি বুথে জিতেছিল বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই কথা মাথায় রেখেই সম্ভবত বিস্তারক অভিযান সূচনার জন্য কামদুনিকে বেছে নেন দিলীপ ঘোষ। তবে তিনি পদ্ম হাতে গেলেও, কামদুনি তাঁকে ফেরাল খালি হাতেই।