KMC Election Result 2021 : সিসি ক্যামেরার নজরদারি, মোতায়েন কমব্যাট ফোর্স, ভোটগণনার জন্য কীভাবে তৈরি হচ্ছে স্ট্রং রুম?
KMC Election Result 2021 : রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। মোতায়েন কমব্যাট ফোর্স ও লাঠিধারী পুলিশ।
কলকাতা : রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল (KMC Election Result) ঘোষণা। স্ট্রং রুম (Strong Room) ঘিরে কড়া নিরাপত্তা।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে খোলা হয়েছে স্ট্রং রুম। এখানে উত্তর কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডের ভোট গণনা হবে। রবীন্দ্রভারতীতেও (Rabindra Bharti) রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। মোতায়েন কমব্যাট ফোর্স ও লাঠিধারী পুলিশ।
অন্যদিকে, নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এখানে তৈরি হয়েছে স্ট্রং রুম। বাইরে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। সঙ্গে লাঠিধারী পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
আরও পড়ুন :
ভোট দিতে গিয়ে আক্রান্ত হলেন ভোটারও, দিনভর অশান্তি শহর জুড়ে
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রবিবার সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতাজুড়ে আটোসাঁটো ছিল নিরাপত্তার ব্যবস্থা। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দিয়েছিল কমিশন। মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ চিহ্নিত করা হয়। স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি উত্তেজনাপ্রবণ বুথ । অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২।
বোমাবাজি থেকে রক্তপাত। বিরোধী প্রার্থীর এজেন্টদের মারধর থেকে...ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। কলকাতা পুরভোটে উঠে এল এরকমই নানা ছবি! রবিবার ভোটের দিন শিয়ালদা ও খান্নায় বোমা পড়ে। গুরুতর জখম হন বেশ কয়েকজন। ৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি মারা হয়। বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে মুখ ফাটিয়ে দেওয়া হয় সিপিএম প্রার্থীর এজেন্টের। ৭৫ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের গাড়ি ভাঙচুর করা হয়। বড়বাজারের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে। ভেঙে ফেলা হয় ইভিএম। ছাপ্পা ভোটের ওপর অভিযোগও ওঠে। ৮৬ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ৫৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী আক্রান্ত। তাঁর সঙ্গীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২১ নম্বর ওয়ার্ডে, আক্রান্ত বাম প্রার্থী সুজাতা সাহা। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে।
ভোট সন্ত্রাসের অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস। আজ ও কাল প্রতিবাদ কর্মসূচির ডাক বামেদের। অশান্তির পাকানোর অভিযোগে গ্রেফতার দুই শতাধিক। বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি। জানাল কমিশন।