(Source: ECI/ABP News/ABP Majha)
কলকাতা ১৬.২ ডিগ্রি, শীত আসবে ডিসেম্বরের মাঝামাঝি: আবহাওয়া দফতর
কলকাতা: ক্যালেন্ডারে হেমন্তের পাতা ওল্টাতে এখনও বেশ কিছুটা দেরি। এরই মধ্যে ভোরের বাতাসে শীতের আমেজ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের থেকে পারদ নেমেছে ০.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে শৈত্য প্রবাহের দরুণ রাজ্যের সর্বত্র তাপমাত্রা নামছে। পূর্বাভাসে বলা হয়েছে, গোটা সপ্তাহ এই পরিস্থিতি বজায় থাকবে। পাকাপাকিভাবে শীত পড়বে ডিসেম্বরের মাঝামাঝি। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও পারদ নেমেছে। এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্র ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১২.৪,আসানসোলে ১৩.২, বহরমপুর ১৩.৪ এবং বাঁকুড়ায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার এবং জলপাইগুড়ির তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রির আশেপাশে। নামছে পারদ, টানছে বাতাস। সব মিলিয়ে শুরুর আগেই উপস্থিতি ভাল মতো জানান দিচ্ছে শীত। সময় হল, ওয়ারড্রোব আর সুটকেস ঘেঁটে শীতের পোশাক বের করার।