Kunal Ghosh Saradha scam: ' সারদার টাকায় লাস ভেগাসে? কোনওদিন আমেরিকাই যাইনি' দাবি কুণালের
Kunal Ghosh Saradha scam Update : যখন কাউকে বদনাম করা যায় না, তখন একটা ধারা দিলেই হল ' বললেন কুণাল
কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির লাগাতার জিজ্ঞাসাবাদ নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আবারও কুণালের আক্রমণের কেন্দ্রে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুণাল বলেন, ' নারদে টাকা নিয়েছেন, ক্যামেরায় ছবি দেখা যাচ্ছে, সুদীপ্ত সেনের চিঠিতে আছে শুভেন্দুর নাম, কই তাদের তো ডাকছে না '
কুণাল ঘোষের মন্তব্য, ' অর্থাৎ বিজেপিতে যদি কেউ চলে যায়, তাহলে তদন্ত অ্যাভয়েড করা যায়। আর বিজেপির বিরোধিতা করলে তাকে ডাকা হবে। এটা মানুষ দেখতে পাচ্ছে। এর আগেরবার অভিষেককে যা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর দিয়েছেন '
আমেরিকাটা মাসির বাড়ি নয় : কুণাল
এবার এখানেই থামেননি কুণাল । তিনি প্রসঙ্গে টেনে আনেন সারদা মামলায় তাঁর নাম জড়ানো প্রসঙ্গে। দাবি করেন, ' যখন কাউকে বদনাম করা যায় না, তখন একটা ধারা দিলেই হল '। ২০১৩ সালে সারদা কেলেঙ্কারিতে নাম জড়ায় কুণাল ঘোষের । তিনি দীর্ঘদিন জেলেও ছিলেন। সেই কথাই ফেল উল্লেখ করেন সোমবার কুণাল। তিনি দাবি করেন, ' অভিযোগ আনা হল, সারদার টাকায় আমি ১ মাস লাস ভেগাসে ছিলাম। আমি আজ পর্যন্ত এই জীবনে আমেরিকা যাইনি। এক মাস দুর, এক সপ্তাহ দূর। কিন্তু সব তদন্তের সূত্র বলে আমি লাস ভেগাসে ছিলাম। ৬ কোটি টাকা দিয়ে। আমেরিকাটা মাসির বাড়ি নয়। পাসপোর্টটা একবার দেখবেন না! '
কুণাল আরও বলেন, ' পরপর গোল খাচ্ছে, বিজেপি হার হজম করতে না পেরে প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে। অভিষেক আত্মবিশ্বাসের সঙ্গে লড়ছেন। '
' যাদের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, ক’বার ডেকেছে? '
সোমবার ইডির ম্যারাথ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেকও কার্যত একই সুরে আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন, ' যাঁদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাঁদের ক’বার ডাকছে। যাঁদের বিরুদ্ধে সারদার কর্ণধার লিখিত অভিযোগ করেছে, যাদের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, ক’বার ডেকেছে?... চুরিও করছে, ট্যাক্স পেয়ারের টাকায় সিকিওরিটি নিয়ে ঘুরছে... বিরোধী দলনেতা বলছে, একে ডাকবে, তারপরই তাকে সিবিআই ডাকছে... বিরোধী দলনেতা বলছে, ফোনের রেকর্ড আছে, পরদিন পেগাসাস বেরোচ্ছে'